Barak UpdatesBreaking News

ঘরের সবাইকে অচৈতন্য করে সোনা-টাকা নিয়ে পালাল পরিচারিকা
Making entire family unconscious, domestic help fled away with gold & money

২২ সেপ্টেম্বর : ফের বড়সড় চুরির ঘটনা ঘটেছে শিলচরে। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচৈতন্য করে ঘরের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে চম্পট দিয়েছে পরিচারিকা। শুক্রবার রাতের ঘটনা, তবে শনিবার ভোরে বিষয়টি সবার নজরে এসেছে। বাড়িমালিক ও তাঁর স্ত্রীকে অসুস্থ অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কোনও সাফল্য আসেনি।

ঘটনাটি ঘটেছে শিলচর অম্বিকাপট্টির রাজীব ওপেন ইনস্টিটিউট সংলগ্ন অরবিন্দ ভদ্রের বাড়িতে। শিলচর স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত এই আধিকারিক অরবিন্দ বাবু স্ত্রীকে নিয়ে থাকেন এখানে। একমাত্র কন্যা লন্ডন প্রবাসী। স্থানীয় বাসিন্দাদের একটি সূত্র জানায়, মাত্র এক সপ্তাহ আগে এক পরিচারিকাকে ঘরে রেখেছিলেন অরবিন্দবাবু। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনৈক ব্যক্তি দেখেন অরবিন্দবাবুর বাড়ির গেট ও দরজা খোলা। তিনি ডাকাডাকি করে ঘরে ঢুকে দেখেন অরবিন্দবাবু ও তাঁর স্ত্রী ইলা ভদ্র অচৈতন্য অবস্থায় বিছানায় শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি অন্যদের ডেকে আনেন।

খবর পেয়ে ছুটে আসেন প্রাক্তন পুর সদস্য তথা শিলচর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীলাদ্রি রায়। নীলাদ্রি বাবুর কাছ থেকে খবর পেয়ে আসে পুলিশও। স্থানীয়দের সাহায্যে অচৈতন্য দুজনকেই শলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker