Barak UpdatesHappeningsBreaking News

অনলাইনে দুর্ভোগ, স্নাতক চূড়ান্ত পরীক্ষা শুরু
Major hiccups faced during 1st day of TDC online exam

২৯ সেপ্টেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা মঙ্গলবার শুরু হয়েছে৷ একইসঙ্গে পরীক্ষা হচ্ছে অনলাইন ও অফলাইনে৷ ছাত্ররা নিজেদের মত করে এক প্রক্রিয়াকে বেছে নিয়েছে৷ এই বাছাইয়ে অবশ্য তারা অফলাইন অর্থাৎ পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতেই বেশি আগ্রহ দেখায়৷  অনলাইন পরীক্ষার জন্য কলেজে-কলেজে আন্দোলন হলেও সিংহভাগ পরীক্ষার্থীই এ দিন হলে পরীক্ষা দেয়৷

হাইলাকান্দির এসএস কলেজে মোট পরীক্ষার্থীর এক-তৃতীয়াংশ অনলাইনে বসেছে৷ করিমগঞ্জ কলেজে অর্ধেক-অর্ধেক৷ কাছাড় কলেজে এক-চতুর্থাংশ পরীক্ষার্থী অনলাইন বেছে নিয়েছে৷ জগন্নাথ কলেজ, কালাইন কলেজের মত মফস্বল এলাকার কলেজগুলিতে কেউ অনলাইনে বসতে চায়নি৷

যারা অনলাইনে বসেছিল, তাদেরও একাংশ পরীক্ষা সেরে নিজেদের কলেজে গিয়ে হাজির হয়৷ প্রথমদিনের অভিজ্ঞতা তাদের কাছে মোটেও সুখকর হয়নি৷ তাই পরের পরীক্ষাগুলি হলে বসেই দিতে চায় তারা৷ তাদের বক্তব্য, ক্যামেরা অন করে খাতাতেই হাতেকলমে উত্তর লিখতে হয়েছে৷ পরে ওই সব খাতার ছবি তুলে ২০ মিনিটের মধ্যে আপলোড করতে বলা হয়৷ এ আবার কীসের অনলাইন হল ! অনেকে ইন্টারনেটের সমস্যায় আধঘণ্টাতেও খাতা জমা করতে পারেনি৷ আবার একাংশ পরীক্ষার্থী ভেবেছিল, ঘরে বসে বই খুলে লেখা যাবে৷ কিন্তু প্রতি কলেজে কন্ট্রোল রুম খুলে ৩০ ছাত্রের ক্যামেরায় নজর রাখার জন্য একজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়৷ তারা বেশ কড়াকড়িভাবে একের পর এক ছাত্রের পরীক্ষা বাতিল করেন৷

আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় বলেন, নতুন পরিস্থিতিতে নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হল৷ নির্বিঘ্নেই কেটেছে প্রথম দিন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker