Barak UpdatesHappeningsCultureBreaking News

চিলড্রেন ট্যালেন্ট বের করে আনল ইচ্ছেডানা

ওয়েটুবরাক, ১২ এপ্রিল : স্বপ্নের ইচ্ছেডানা আয়োজিত চিল্ড্রেন ট্যালেণ্ট হান্ট প্রতিযোগিতা দুইদিন ব্যাপী জমজমাট অনুষ্ঠানে সম্পন্ন হল। ৯ এপ্রিল প্রথমদিনে অনুষ্ঠিত হয় পারফরমেন্স রাউন্ড৷ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহরের বিশিষ্ট জনেরা৷ তারপর শুরু কচিকাঁচাদের নিয়ে কর্মসূচি৷ প্রথমদিনের অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিপ্রা পুরকায়স্থ৷

দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ট্র্যাডিশনাল রাউন্ড৷ সেখানে বাচ্চারা তাদের পরম্পরাগত পোশাক প্রদর্শন করে৷ সাথে ছিল ওয়স্টার্ন রাউন্ড, যেখানে রংবেরঙের পশ্চিমি পোশাক পরে তারা মঞ্চে নিজেদের উপস্থাপন করে৷ ছিল বিচারকের দ্বারা প্রশ্নোত্তর পর্ব। এদিনের অনুষ্ঠানের বিচারকের আসন অলঙ্কৃত করেন সুরমিতা রায় পোদ্দার এবং অঙ্কিতা সাহা পাল৷

গ্রুপ এ বিভাগে প্রথম সমৃদ্ধি দাস, দ্বিতীয় বেদার্থ চক্রবর্তী এবং তৃতীয় দেবাংশী পাল৷ তাছাড়া সাবটাইটেল পায় মোস্ট সুইটেস্ট কনটেস্টেন্ট আরুশী পাল, বেস্ট আউটফিট প্রিন্স সিনহা, বেস্ট পারফরম্যান্স শ্রেয়াংসী বৈদ্য।

গ্রুপ বি-তে প্রথম নিদ্ধাত্তী বিশ্বাস, দ্বিতীয় ডলসী কর, তৃতীয় ঐশানী দেব৷ সাবটাইটালে ছিল বেস্ট পারফরম্যান্স অভিজ্ঞান দেবরায়, বেস্ট আউটফিট শ্রেয়সী নাথ এবং মোস্ট সুইটেস্ট কনটেস্টেন্ট সানভি দেব। গ্রুপ সি-তে প্রথম শ্রেষ্ঠাংশী চৌধুরী, দ্বিতীয় প্রিয়াঙ্ক দেব ও তৃতীয় পূবালী দাস৷

সাব-টাইটেলের মধ্যে ছিল বেস্ট পারফরম্যান্স সোনিষ্কা দাস, বেস্ট আউটফিট অনিলাক্ষী দে এবং মৃগাক্ষী মজুমদার, মোস্ট সুইটেস্ট কনটেস্টেন্ট মেঘস্মিত চৌধুরী৷ গ্রুপ ডি-তে প্রথম প্রতিজয়ী পৈত্য, দ্বিতীয় সুহানি আচার্য, তৃতীয় মোক্ষীকা দত্ত৷ সাবটাইটেলে বেস্ট আউটফিট প্রতিজয়ী পৈত্য, বেস্ট পারফরম্যান্স সুহানি আচার্য এবং মোস্ট সুইটেস্ট কনটেস্টেন্ট মক্ষীকা দত্ত৷

এদিনের সন্ধ্যায় নটরাজ ডান্স একাডেমি এবং নির্বাণের অসাধারণ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় শিলচর গান্ধী ভবনে। গোটা অনুষ্ঠানের গ্রুমার হিসেবে ছিলেন সঙ্গীতা দাস৷ পরিচালনায় ছিলেন ইচ্ছেডানার স্বত্বাধিকারী তথা চলচ্চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker