Barak UpdatesHappeningsBreaking News

সঙ্গীত শিল্পী-সংগঠক, অবসরপ্রাপ্ত পুলিশকর্তা সুভাষ হোম চৌধুরী প্রয়াত

ওয়ে টু বরাক, ১৭ আগস্ট ঃ বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুভাষ হোম চৌধুরী প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সহ বহু আত্মীয়-পরিজন ও বন্ধুকে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অবশেষে আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এ দিন তাঁর মৃত্যুর খবর শুনে অনেকেই তাঁকে শেষ দেখা দেখতে ছুটে গিয়েছেন শিলচর শ্মশান রোডে থাকা প্রয়াতের বাড়িতে। এ ব্যাপারে শিল্পী ভাস্কর দাস জানান, পুলিশ বিভাগে কাজ করেও সঙ্গীতের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। নিজে গাইতেন এবং অন্যদের গান গাওয়ায় উৎসাহ দিতেন। তাছাড়া তিনি বহু গান লিখেছেন ও সুরও করেছেন। তিনি নিজে শিবম সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠা করেন। সংস্থাটি এখনও রয়েছে। চাকরির সুবাদে তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন। এ দিন অখণ্ড মন্ডলীর নিয়ম অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রয়াত সুভাষ হোম চৌধুরীর মেয়ে সুস্মিতা হোম চৌধুরী শিলচর শহরের বিশিষ্ট শিল্পী। দুই ছেলেও গান-বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে বেশ কয়েকটি গানের সংকলনও প্রকাশ করেছেন। এ দিকে প্রয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রূপম সাংস্কৃতিক সংস্থার সম্পাদক নিখিল পাল, বরাক ভ্যালি আর্টিস্ট ফোরামের সম্পাদক পরিমল পুরকায়স্থও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker