India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে আরও বাড়ল লকডাউনLockdown extended in Delhi till 24 May
১৬ মে ঃ কোভিড-১৯ সংক্রমণের গতি এখনও না কমায় দিল্লি সরকার লকডাউনের সময়সীমা আরও বাড়িয়ে দিল। এ বার দিল্লিতে আগামী ২৪ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। রবিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা ঘোষণা করেছেন। বর্তমান লকডাউন ১৭ মে সকাল ৫টায় শেষ হবার কথা ছিল। এ নিয়ে চতুর্থ বার লকডাউনের সময়সীমা বাড়াল দিল্লি সরকার।
এ দিন সকালে সরকারি এক হাসপাতালে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখার সময় কেজরিওয়াল এ কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, দিল্লিতে এখনও কোভিড পজিটিভিটির হার ১০ শতাংশ। এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, দিল্লিতে ক্রমে সুস্থতার হার পজিটিভিটি রেট থেকে বেড়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬৫০০ নতুন সংক্রমণ ধরা পড়েছে দিল্লিতে। এ দিন সংক্রমণের হার ১১ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হয়েছে।