NE UpdatesAnalyticsBreaking News
অরুণাচল প্রদেশে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল লকডাউনLockdown extended in Arunachal Pradesh till 30 April
১৩ এপ্রিল : কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে অরুণাচল প্রদেশ সরকার রাজ্যে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব নরেশ কুমার জানান, সারা দেশে লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত থাকলেও অরুণাচল প্রদেশে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই লকডাউনের সময় রাজ্য সরকারের দ্বারা পরিচালিত বাসগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হবে।
অন্যদিকে লকডাউনের সময় বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার পর নির্মাণকাজে থাকা শ্রমিকরা কাজে যোগ পারবেন। তবে বাইরের শ্রমিকদের কাজে নেওয়া যাবে না। তিনি জানান, অরুণাচল প্রদেশের তাওয়াং, তেজু, আলো, পাসিঘাট, জিরো ও খোনসায় করোনা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ২১ দিনের লকডাউন ১৪ এপ্রিল শেষ হবে। ইতিমধ্যে ওডিশা, পঞ্জাব, তামিলনাড়ু, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্য সরকার নিজে থেকেই লকডাউন ৩০ এপ্রিল ও ১ মে পর্যন্ত বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে।