India & World UpdatesBreaking News
উত্তরপ্রদেশে প্রার্থী ঘোষণা করে দিল সপা-বসপাList of candidates declared in UP by SP-BSP
২১ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশে প্রার্থী তালিকা ঘোষণা করল ‘বুয়া -বাবুয়া জোট’। লোকসভা ভোটে রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রের ৩৮টি আসনে প্রার্থী দিচ্ছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। অখিলেশের সমাজবাদী পার্টি প্রার্থী দেবে ৩৭টি আসনে। জোটের আরেক শরিক রাষ্ট্রীয় লোকদলকে দেওয়া হয়েছে ৩টি আসন। মায়াবতী আগেই ঘোষণা করেছিলেন কংগ্রেসের সঙ্গে জোটে যাবেন না। তবে কথা মতো তাদের রায়বেরেলি ও আমেথি ছেড়ে দিয়েছেন বসপা নেত্রী।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে কোণঠাসা করতে একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিরোধী দলগুলি। কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন বিজেপি বিরোধী জোটে সামিল হতে তাদের কোনও আপত্তি নেই না থাকলেও, রাজ্যে আপত্তি তুলেছিলেন বসপা নেত্রী মায়াবতী। পুরনো তিক্ততা ভুলে গতমাসে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলান বসপা নেত্রী।
তবে সেই জোটে কংগ্রেসের স্থান নেই, এ কথা শুরুতেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকে সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। সাম্প্রতিক গোহত্যা কাণ্ডে মধ্যপ্রদেশ কমলনাথ সরকারকেও তুলোধোনা করেছেন তিনি। বিজেপি ও কংগ্রেস কেউ কারও চেয়ে কম যায় না, এমনও বলতে শোনা গিয়েছে তাঁকে।
তবে কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত মায়াবতীর বিরুদ্ধে কোনও মন্তব্য করা হয়নি। মায়াবতী-অখিলেশ তাদের জোটে সামিল না করায় আসন্ন নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে উত্তরপ্রদেশে। তবে মায়া-অখিলেশ জুটির সঙ্গে তাদের কোনও বিরোধ নেই, বরং বিজেপিকে হারানোই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে কংগ্রেস।