NE UpdatesHappeningsAnalyticsBreaking News

অধ্যক্ষ দৈমারির নেতৃত্বে বিধায়ক প্রতিনিধি দল যাচ্ছে মিজোরাম সীমান্তে
Led by Speaker Daimary, delegation of legislators to visit Mizoram border on 31 July

৩০ জুলাই : আসাম বিধানসভার একটি দল মিজোরাম আন্তঃরাজ্য সীমানা পরিদর্শন করবে। ৩১ জুলাই বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারির নেতৃত্বে বিধায়কদের এই দলটি সীমান্ত এলাকায় যাবে। গত সোমবার সীমান্তে দুই রাজ্যের পুলিশ ও স্থানীয়দের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারপর বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতির খোঁজ নেবে এই প্রতিনিধি দলটি। ওইদিন মিজোরাম পুলিশের গুলি চালনায় আসাম পুলিশের ৬ কর্মী ও জওয়ান প্রাণ হারিয়েছিলেন।

এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছিলেন, মিজোরাম পুলিশ এ রাজ্যের পুলিশকে লক্ষ্য করে মেশিনগান থেকে গুলি করেছিল। এর পাশাপাশি বুধবার আসাম পুলিশ অভিযোগ করে, মিজোরাম থেকে রাজ্যসভার সাংসদ কে ভানলালভেনা যে বিতর্কিত মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট বোঝা যায়, এই ঘটনার পেছনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। আসাম পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই ঘটনা নিয়ে একটি ছবির গ্যালারি প্রকাশ করা হয়েছে। এতে মিজোরাম পুলিশের যেসব কর্মী ও স্থানীয় জনগণ যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, মিজোরাম পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ৩০৬ নং জাতীয় সড়কে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে আসাম। এমনকি ভৈরবী পর্যন্ত সংযোগকারী রেল লাইনও দুষ্কৃতীরা উপড়ে ফেলে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker