NE UpdatesHappeningsBreaking News
বিরোধী দলনেতা: হাইকোর্টের স্থগিতাদেশ জারিLeader of opposition: High Court issues stay on Speaker’s order
১৩ জানুয়ারি: কংগ্রেসের বিধায়ক সংখ্যা মোট আসনের এক-ষষ্ঠাংশেরও কম, এই যুক্তি দেখিয়ে দেবব্রত শইকিয়ার কাছ থেকে অসম বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে৷ অধ্যক্ষ হীতেন্দ্র নাথ গোস্বামী চিঠি পাঠিয়ে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন৷ গৌহাটি হাইকোর্টের বিচারপতি অচিন্ত্য মল্ল বুজরবরুয়া স্পিকারের ওই নির্দেশের ওপর মঙ্গলবার স্থগিতাদেশ দেন।
স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী জানিয়েছিলেন, বিধানসভার আসনসংখ্যা যেহেতু ১২৬, তাই বিরোধী দলনেতা হতে হলে এক ষষ্ঠাংশ অর্থাৎ সংশ্লিষ্ট দলের অন্তত ২১ জন বিধায়ক থাকতে হবে। কংগ্রেসের দুই বিধায়ক অজন্তা নেওগ ও রাজদীপ গোয়ালা পদত্যাগ করায় তাদের বিধায়কসংখ্যা কমে ২০ হয়েছে। তাই দেবব্রত শইকিয়া আর বিরোধী দলনেতা নন। কংগ্রেস হাইকোর্টকে জানিয়েছে, আসাম বিধানসভা আইনের কোথাও এক-ষষ্ঠাংশ বিধায়ক থাকার উল্লেখ নেই। তা ছাড়া, কয়েকজন বিধায়কের মৃত্যু ও পদত্যাগের দরুন বর্তমানে বিধানসভার সদস্য সংখ্যা ১১৯। ওই হিসাবে কংগ্রেসের কাছে এখন এক ষষ্ঠাংশের বেশি বিধায়কই আছেন। বিচারপতি বুজরবরুয়া সব শুনে স্পিকারের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন। দু’সপ্তাহের মধ্যে বিধানসভার সচিব, প্রধান সচিব ও মুখ্য সচিবের কাছে এর ব্যাখ্যা জানতে চান।