HappeningsBreaking News

ডি ভোটার মামলা স্থানান্তর হতে পারে, রায় সুপ্রিম কোর্টের
Landmark judgement: D-Voter cases can be transferred, opines Supreme Court

২৯ জানুয়ারি: ডি ভোটার মামলা স্থানান্তর হতে পারে, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। করিমগঞ্জ জেলার মইনুল হক কর্মসূত্রে গুয়াহাটি থাকার সময় কামরূপ মেট্রো ফরেনার্স ট্রাইব্যুনালে ডি-মামলায় জড়ান। এখন তিনি বাড়িতে রয়েছেন। তাই মামলাটি কামরূপ থেকে করিমগঞ্জ নিয়ে যেতে চান।

Rananuj

একে তো অতিরিক্ত খরচ, এর ওপর গুয়াহাটিতে বিদেশি সন্দেহ মামলায় হাজিরা দেওয়া ঝুঁকিবহুলও। কিন্তু গৌহাটি হাইকোর্ট ওইসব কথা শুনতে চায়নি। তাঁর আর্জি খারিজ করে দেয়। রায় দেয়, ডি মামলা যে আদালতে শুরু হয়েছে, সেখানেই শেষ হতে হবে।

মইনুল হক সর্বোচ্চ আদালতে গেলে মঙ্গলবার হাইকোর্টের রায় খারিজ হয়ে যায়। এখন তাঁর মামলা করিমগঞ্জ ট্রাইব্যুনালে স্থানান্তরে আর সমস্যা রইল না। একইভাবে উপকৃত হবেন ডি-মামলার ভুক্তভোগীরা। প্রয়োজনে তারাও এক জেলা থেকে অন্য জেলায় মামলা সরিয়ে নেওয়ার আর্জি জানাতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker