Barak UpdatesBreaking News

প্রণবানন্দ দাশের বই ‘কুম্ভ কোলাজ’ উন্মোচিত
‘Kumbha Collage’ by Pranabananda Das released

৮ এপ্রিল : এক ছিমছাম অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় শিলচরের হাসিখুশি অনুষ্ঠান ভবনে উন্মোচিত হয়েছে সাংবাদিক প্রণবানন্দ দাশের প্রথম বই ‘কুম্ভ কোলাজ’। সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে এ দিন বইটি উন্মোচন করেন উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যামন্দিরের অধ্যক্ষ হরিহর চক্রবর্তী।

Rananuj
Pic Credit: Jatayu

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কুম্ভ গিয়েছিলেন লেখক। এই সফরে তাঁর সঙ্গী ছিলেন ক্রীড়া জগতের আরও তিন ব্যক্তিত্ব, অজয় চক্রবর্তী, সুবিমল ধর ও বিজেন্দ্র প্রসাদ সিং। মূলত তাঁদের এই সফরসূচি নিয়েই অনেকটা ভ্রমণ কাহিনির ধাঁচে বইটি লিখেছেন প্রণবানন্দ। বইটি সম্পর্কে দু-চার কথা বলতে গিয়ে লেখক এ দিন মঞ্চে উল্লেখ করেন, সাহিত্যিক বা লেখার ভাবনা-চিন্তা নিয়ে তাঁরা কুম্ভতে যাননি। একেবারেই সাধারণ ভ্রমণকারীর দৃষ্টি থেকে বইটি তিনি লিখেছেন। এর মধ্যে সেই অর্থে সাহিত্যগুণ নেই।

লেখক তাঁর রচনা সম্পর্কে এভাবে বললেও ‘কুম্ভ কোলাজ’ নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক জয়দীপ বিশ্বাস বলেন, সাহিত্যের ভাবনা থেকে প্রণবানন্দ বইটি না লিখলেও এর মধ্যে কুম্ভের বিভিন্ন ঘটনা, এর রাজনৈতিক, সামাজিক দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। তাছাড়া ভ্রমণের আঙ্গিকে লেখাটি হওয়ায় তা পড়ার ক্ষেত্রে পাঠকেরা এক ছন্দের মধ্য দিয়ে যাবেন। ফলে এর সাহিত্য গুণ রয়েছেই।

পুরো অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে লেখক ও বই আলোচকের বক্তব্য ছাড়াও ছিল উন্মোচন অনুষ্ঠান। লেখক ও তাঁর তিন সফরসঙ্গীকে নিয়ে হরিহর চক্রবর্তী বইটি উন্মোচন করে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।এরপর বইয়ের প্রচ্ছদ শিল্পী সোহন শর্মাকে সম্মান জানানো হয়। আলোকচিত্রী সোহন শর্মার কয়েকটি ছবি কুম্ভমেলায় আয়োজিত প্রদর্শনীতে পুরস্কার পেয়েছে। সেখান থেকেই একটি ছবি বইয়ের প্রচ্ছদের জন্য নির্বাচন করা হয়।

দ্বিতীয় পর্বে ছিল কুম্ভ সফরকারী চার ক্রীড়া ব্যক্তিত্বকে নিয়ে একটি আলাপচারিতা অনুষ্ঠান। এই পর্বটি সঞ্চালনা করেছেন যুগশঙ্খের সম্পাদক অরিজিত আদিত্য। এই আলোচনাটি যথেষ্ট খোরাক দিয়েছে সবাইকে। কীভাবে মেলায় ঘুরেছেন তাঁরা, লেখার রসদই বা কীভাবে সংগ্রহ করেছেন, কোনও বিশেষ অংশ লিখতে গিয়ে লেখকের কোন ভাবনা কাজ করেছে, সেসব অরিজিত বাবুর বিভিন্ন প্রশ্নের জবাবে খোলাসা করেছেন লেখক ও তাঁর সঙ্গীরা।

দর্শক আসন থেকেও এতে দু-একজন অংশ নিয়েছেন। এ দিন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংবাদিক দেবাশিস পুরকায়স্থ। এখানে আরও একটা বিষয় উল্লেখের দাবি রাখে। এই উন্মোচন অনুষ্ঠানকে অযথা দীর্ঘ না করে খুব কম সময়ের মধ্যে শেষ করে দিয়েছেন উদ্যোক্তারা। ফলে বক্তব্য শুনতে গিয়ে বোর হবার ঝুঁকি এখানে একেবারেই ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker