Barak UpdatesHappeningsBreaking News
জেএনইউ: গর্জে উঠল শিলচরJNU Violence: Silchar roars in protest
৬ জানুয়ারি: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার শিলচরের সচেতন নাগরিকরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হন৷ এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল, বি টি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার দে, হাইলাকান্দির এস এস কলেজের অধ্যক্ষ পরিতোষ দত্ত, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ গৌরী দত্ত বিশ্বাস, সিপিআইএমের কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র, এস ইউ সি আইর সম্পাদক ভবতোষ চক্রবর্তী, পিসিসি সিপিআই (এম এল )-এর জেলা সম্পাদক মানস দাস, সিপিআই (এমএল) লিবারেশন দলের জেলা সম্পাদক হায়দার হোসেন, সুব্রত রায়, বিশ্বজিত দাস, অজয় রায়, অরবিন্দ রায়, আশিস চৌধুরী, নীহারেন্দু পুরকায়স্থ প্রমুখ৷
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোরাস, পিপলস সায়েন্স সোসাইটি, ফোরাম ফর সোস্যাল হারমনি, মার্চ ফর সায়েন্স ইত্যাদি বিভিন্ন সংগঠনের সদস্যরা । প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত বক্তারা বলেন, ভারতবর্ষে বর্তমানে এক ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে । জনগণ প্রতিবাদ করতে গেলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, গ্রেফতার করে জেলে পুরে দিচ্ছে৷ অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে গুণ্ডাবাহিনী প্রবেশ করে ছাত্র- শিক্ষকদের উপর বর্বর আক্রমণ হানছে৷ অথচ সরকার নির্বিকার । এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণের সামনে আন্দোলন করা ছাড়া অন্য কোন বিকল্প নেই৷ বক্তারা এও বলেন দেশে যে ধরনের বর্বরতা চলছে তাতে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে । এধরনের বর্বোরোচিত ঘটনা কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না ।