Barak UpdatesHappeningsBreaking News

উচ্ছেদের দুই বছর, ডলুতে শোক দিবস

ওয়েটুবরাক, ১২ মে:  ২০২২ সালের ১২ মে শ’য়ে শ’য়ে বুলডোজার শ্রমিকের রক্তজল করা শ্রমের ফসল ও বৃক্ষকে উপড়ে ফেলেছিল। তিনদিন লাগাতার উপড়ে ফেলেছিল ৪২ লক্ষ চা-গাছ, সেই দিনটি চির-বঞ্চিত চা-শ্রমিকদের জীবনে এক বিশেষ দিন। এই ১২ মে দিনটিকে “কালো দিবস” হিসাবে পালন করে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ডলু চা-বাগান কমিটি। শ্রমিক প্রতিনিধিরা কর্তৃপক্ষকে জানিয়ে দেন, তারা আজ কাজে যাবেন না, আজ তাদের কালো দিবস৷

সকাল থেকেই ময়নাগড় নাচঘরে শ্রমিকরা জমায়েত হতে শুরু করেন। শ্রমিকরা চা-গাছে পুজো দিয়ে কালো পতাকা উত্তোলন করেন। বক্তব্য রাখেন অঞ্জলি তন্তুবায়, নীলিমা ভূমিজ, লক্ষীন্দর তেলী, গৌতম গোয়ালা, কমলজিৎ তেলীরা।

শ্রমিকরা তাদের নিজস্ব জীবন ও চেতনা’র উপলব্ধি দিয়ে নিজেরাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আজ তাদের শোক প্রকাশের দিন, আবার একইসাথে তাদের দীর্ঘ দুই বৎসরের নিরলস সংগ্রামের যে ন্যায্যতা  সুপ্রিম কোর্টের আদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য বিজয় উৎসবেরও দিন।

মিছিল শেষে শ্রমিকরা মেতে ওঠেন গান, বাজনা ও নাচে। মুখরিত করে তুলেছেন ময়নাগড়ের নাচঘর ও খেলার মাঠ চত্বর।

শ্রমিকের শোক ও আনন্দ প্রকাশে, ভাষণে ও মিছিলে সর্বত্র দাবি উঠেছে – (১) অধিগৃহীত জমিতে পুনরায় ফসল ফলাতে হবে, সব শ্রমিকদের কাজ দিতে হবে। (২) ন্যূনতম মজুরি আইন ও বাগিচা শ্রম আইনকে উপেক্ষা করে চা-শ্রমিকদের প্রতি যে দীর্ঘ বঞ্চনা চলছে তার অবসান ঘটাতে হবে। বরাক ও ব্রহ্মপুত্রে সমহারে মজুরি দিতে হবে। (৩) প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসা চা ও প্রাক্তন চা-শ্রমিকদের জমির পাট্টার অধিকার দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker