NE UpdatesHappeningsBreaking News

শিলচর-জিরিবাম ট্রেন ফের চালু, ইম্ফলে আনুষ্ঠানিকতা
Jiribam-Silchar passenger train service reintroduced

ওয়েটুবরাক, ২৯ আগস্টঃ ফের যাত্রী পরিষেবায় রেললাইনে যুক্ত হল মণিপুর। আজ রবিবার আবার আনুষ্ঠানিকভাবে শিলচর-জিরিবাম ট্রেনের যাত্রারম্ভ হয়েছে। ট্রেনটি শিলচর এবং জিরিবামের মধ্যে চলাচল করলেও এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ইম্ফলে। সেখানে পতাকা নেড়ে জিরিবাম থেকে ট্রেনটিকে শিলচরের উদ্দেশে যাত্রা শুরুর সঙ্কেত দেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে। রেল চলাচলের মাধ্যমে মণিপুরের উন্নয়নের জন্য দুই নেতা সেখানে বসে পরিকল্পনা তৈরি করেন।

Rananuj

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা বিভাগীয় মন্ত্রীকে অপেন লাইনের কাজকর্ম ও বিভিন্ন রাজ্যের যাত্রীস্বাচ্ছন্দ্য সম্পর্কে বুঝিয়ে বলেন। রেলওয়ের নির্মাণ কার্য সম্পর্কে মন্ত্রীকে অবগত করান নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার সুনীল শর্মা। তিনি জানান, জিরিবাম-ইম্ফল নতুন রেললাইন তৈরির কাজ চলছে। ১১০কিলোমিটার ৬২৫ মিটার দূরত্বে ৮টি নতুন স্টেশন বিল্ডিং, ১১টা মেজর সেতু, ১৩৪টা ছোট সেতু, ৪টা ওভারব্রিজ, ১২টি আন্ডার ব্রিজের কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে তিনি আশা করছেন। তাঁদের কথায়, ইম্ফল রেলে যুক্ত হলেই ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি অনুসারে লাইনটিকে মায়ানমার নিয়ে যাওয়া হবে।

প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার শিলচর-জিরিবাম ট্রেন চলাচল করবে। শিলচর থেকে সকাল ৭টায় রওয়ানা হবে। জিরিবাম পৌঁছাবে সকাল ৮টা ৫৫ মিনিটে। অন্যদিকে জিরিবাম থেকে বেলা দেড়টায় যাত্রা শুরু করে বিকাল সাড়ে ৩টায় গন্তব্যে পৌঁছাবে। রেলসূত্রে জানা গিয়েছে, ইম্ফল থেকে আসা যাত্রীদের শিলচরে পৌঁছে দূরপা্ল্লার ট্রেন ধরতে যাতে সমস্যা না হয়, সে কথা মাথায় এই নির্ঘণ্ট প্রস্তত করা হয়েছে। নতুন ট্রেনটিতে আটটি সাধারণ কামরা রয়েছে। সঙ্গে দুটি লাগেজ কাম গার্ড ভ্যান।

আসলে শিলচর-জিরিবাম রুটে মিটারগেজ আমলেই ট্রেন চলা শুরু। গেজ পরিবর্তনের পরও বেশ কিছুদিন ট্রেনের চলাচল ছিল।  লাইনে যাত্রী হচ্ছিল না বলে ২০১৯ সালের ৭ জুন এর চলাচল স্থগিত রাখা হয়। এর মধ্যে করোনা চলে আসায় ২৬ মাস ধরে ওই রুটে যাত্রীবাহী ট্রেন চলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker