NE UpdatesHappeningsBreaking News
বায়োমেট্রিক লক খুলে ৯,৩৫,৬৮২ জনকে আধার কার্ড দেওয়ার নির্দেশ
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : বায়োমেট্রিক আটকে থাকা ৯,৩৫,৬৮২ জনকে আধার কার্ড দেওয়ার জন্য ইউআইডিএআই-কে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এক সাংবাদিক সম্মেলনে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, তাতে রাজ্যের এক বড় অংশের মানুষ স্বস্তি পাবেন৷
মুখ্যমন্ত্রী জানান, ‘‘আসামে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যারাই আধার কার্ডের বায়োমেট্রিক দিয়েছিলেন, তাদের সকলের ডেটা লক করা হয়েছিল। তাঁদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যাদের এনআরসির সঙ্গে কোনও সম্পর্কই নেই।’’ তিনি বলেন, ‘’আমরা বিষয়টি দেখার জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি গঠন করেছিলাম এবং বিভিন্ন সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করি। গত দুই বছর ধরে আমরা ভারত সরকারের সঙ্গেও এ বিষয়ে দফায় দফায় আলোচনা করি। ওই সবেরই ফল মিলেছে৷”