India & World UpdatesAnalyticsBreaking News

JDU expels Prashant Kishor & Pawan Varma from party
প্রশান্ত কিশোর ও পবন ভার্মাকে দল থেকে বহিষ্কার করল জেডিইউ

২৯ জানুয়ারি : দলের দুই নেতাকে বহিষ্কার করল জেডিইউ। দলবিরোধী কাজের অভিযোগে প্রশান্ত কিশোর ও পবন ভার্মাকে বহিষ্কার করল নীতীশ কুমারের দল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নীতীশ কুমারের নেতৃত্বের সমালোচনায় মুখর ছিলেন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর। সিএএ সমর্থন নিয়ে নীতীশ বাহিনীকে কার্যত তুলোধুনো করেছিলেন প্রশান্ত। একই পথে হেঁটেছিলেন পবন ভার্মাও। জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পরই টুইটারে নীতীশকে ‘খোঁচা’ দিয়ে প্রশান্ত কিশোর লিখেছেন, ”ধন্যবাদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ভগবান আপনার মঙ্গল করুক”।

প্রসঙ্গত, সিএএ-এনআরসি ইস্যুতে প্রথম থেকেই দলের অবস্থানের বাইরে গিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে। সংসদে সিএএ সমর্থন করায় নিজের দল জেডিইউ-র সমালোচনায় সরব হন পিকে। সে সময় টুইটারে প্রশান্ত কিশোর লিখেছিলেন, ”ক্যাব সমর্থনের সময় তাঁদের কথা ভাবা উচিত ছিল জেডিইউ নেতৃত্বের, যাঁরা ২০১৫ সালে দলের উপর নিজেদের আস্থা, বিশ্বাস আরও অটুট করেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে ২০১৫ সালে আমরা কারও সঙ্গে আঁতাত করে জিতিনি”।

এদিকে, দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই যেভাবে সরব হতে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরকে, তা রাজনৈতিকভাবে তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। জেডিইউ-র পাশাপাশি তৃণমূলেরও ভোটকুশলী পিকে। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে আগেই জানিয়েছিলেন জেডিইউ নেতা পবন ভার্মা। সিএএ-কে সমর্থনের বিষয়ে প্রথম থেকেই নীতীশ নেতৃত্বের সিদ্ধান্তের সমালোচনা করে সরব হয়েছিলেন তিনি। একইসঙ্গে সিএএ সমর্থনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য নীতীশ কুমারের কাছে আর্জি জানিয়েছিলেন এই জেডিইউ নেতা।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker