Barak UpdatesCultureBreaking News
কমিটি ভাঙার প্রস্তাব! সম্মিলিত মঞ্চে নতুন বিতর্কProposal to dissolve the committee! New debate in the stage of Sammilita
২১ অক্টোবরঃ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কমিটি ভেঙে গিয়েছে! সভাপতি সুব্রত ভট্টাচার্য ইস্তফা দিয়েছেন! তিনি কমিটি ভেঙে দিয়ে জরুরি সভা ডাকার জন্য সহসভাপতি শেখর দেবরায়কে পরামর্শ দিয়েছেন! এমন নানা কথাই সোমবার সন্ধ্যার পর শিলচরের সাংস্কৃতিক মহলে চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরামর্শ দাতা ও গ্রহীতা উভয়েই এ সংবাদের সত্যতা অস্বীকার করেছেন। তবে দু-জনের বক্তব্যেই এরকম একটা প্রক্রিয়া চলার ইঙ্গিত মেলে। সুব্রতবাবু বলেন, ‘ইস্তফার কথা একেবারেই অবান্তর। বরং সবাইকে মঞ্চে সক্রিয় করে তোলার প্রক্রিয়া নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। কীভাবে কী হতে পারে, এ নিয়ে নানা কথা হচ্ছে। তবে তা ইস্তফা নয়।’
সুব্রতবাবু বর্তমানে শিলচরের বাইরে থাকায় সহসভাপতি শেখর দেবরায়কে সভাপতির কাজ চালাতে লিখে গিয়েছেন। সেই ভারপ্রাপ্ত সভাপতি শেখর দেবরায় বললেন, ‘আমাদের একটাই ভাবনা, মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার চিঠি যারা দিয়েছেন, তাদের সঙ্গে নিয়ে কী করে এগিয়ে যাওয়া যায়! মার্চে আমাদের বার্ষিক সভা হওয়ার কথা। এর আগে রুটিনমতই আগামী মাসে বসার কর্মসূচি রয়েছে। ফলে যা সিদ্ধান্ত হয়, সভাতেই হবে। ব্যক্তিগত স্তরের কথাবার্তাকে ধরে লাভ নেই।’
তাঁর কথায়, ‘সুব্রত ভট্টাচার্য সরকারিভাবে কমিটি ভেঙে দেওয়া বা নিজের ইস্তফা দেওয়ার কথা বলেননি। সম্মিলিতের হোয়াটস অ্যাপ গ্রুপে কোনও বিষয় লিখলেই তা সরকারি হয়।’ সুব্রতবাবুর বক্তব্য সরকারিভাবে কী পেয়েছেন,তা তিনি পড়ে শোনান। সুব্রতবাবু লিখেছেন, ‘সম্মিলিত মঞ্চের মাননীয় সদস্যবৃন্দ, মঞ্চকে আরও শক্তিশালী করার জন্য কিছু পদক্ষেপ আমি নেবার চেষ্টা করছি। আশা করি সবাই সহযোগিতা করবেন। মঞ্চ ভাঙবে না। তাকে আরও শক্তিশালী করতে হবে।’
পাশাপাশি সুব্রতবাবু ব্যক্তিগত স্তরে তাঁকে ”অনেক কথা”ই বলেছেন বলে শেখরবাবু বারবার উল্লেখ করেন। ”অনেক কথা”র মধ্যে কি অজয় রায় সম্পাদক থাকা কমিটি-টি ভেঙে দেওয়ার পরামর্শও রয়েছে? এই প্রশ্নে ব্যক্তিগত স্তরের কথা পত্রিকাকে বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শেখরবাবু।