NE UpdatesBarak UpdatesAnalytics
কাছাড় ও নগাঁও কাগজকল পুনরুজ্জীবিত করা সম্ভব নয় : মুখ্যমন্ত্রীIt’s not possible to revive Cachar & Nagaon Paper Mills: CM
১০ আগস্ট : নগাঁও ও কাছাড় কাগজ কল পুনরুজ্জীবিত করার কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এ কথা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নতুন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরই সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, কাগজ কলের পরিবর্তে সেই স্থানে অন্য কোনও শিল্পোদ্যোগ স্থাপন করার সম্ভাবনা রয়েছে। সরকার খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, কাগজ কলের কর্মচারীদের প্রাপ্য বকেয়া অর্থ পরিশোধ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৬২০ কোটি টাকা ধার্য করা হয়েছে। তবে কাগজ কলের আধিকারিক ও কর্মচারী পরিষদের মধ্যে মতানৈক্যের জন্য ক্ষতিপূরণের কাজ এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। অবশ্য আগামী ১০ দিনের মধ্যে কাগজ কলের কর্মচারীদের বকেয়া অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন।
উল্লেখ্য হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীনে থাকা নগাঁও কাগজ কলটি ২০১৭ সাল থেকে বন্ধ রয়েছে। তবে পাচগ্রামে থাকা কাছাড় কাগজ কলটি ২০১৫ সাল থেকেই বন্ধ হয়ে রয়েছে। গত জুন মাসে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের লিকুইডেটর এই কাগজ কল দুটি নিলাম করার জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল।