India & World UpdatesHappeningsBreaking News
দুই মাস ত্রিপুরায় আটকে থেকে ট্রেনে রওয়ানা স্পেনের সাইকেল অভিযাত্রী
Stuck for 2 months in Tripura, Spanish cyclist finally heads home

২৬ মে: করোনার বেড়াজালে ত্রিপুরায় এসে আটকা পড়া স্প্যানিশ সাইকেল আরোহীকে দেশে ফেরাচ্ছে ভারত সরকার। ট্রেনে করে দিল্লি পাঠানো হচ্ছে তাঁকে। পরে বিমানে স্পেনের রাজধানী মাদ্রিদে পাঠিয়ে দেওয়া হবে তাঁকে। জানা গেছে সরকারি সূত্রে। মঙ্গলবার আগরতলা-দিল্লি রাজধানীতে চড়ে দিল্লি রওয়ানা দিয়েছেন এই সাইকেল অভিযাত্রী ইয়েসেনিয়া এরেরা ফেবলেস। আর দিল্লি থেকে আগামী ৩০ মে মাদ্রিদের বিমান ধরবেন তিনি।
সাইকেলে চড়ে দক্ষিণ এশিয়া ভ্রমণে বেরিয়ে ছিলেন পেশায় নার্স স্প্যানিশ মহিলা সাইকেল আরোহী এরেরা ফেবলেস। এর ফাঁকেই বিশ্বজুড়ে মহামারির রূপ নেই ভাইরাস করোনা। ঘুরতে ঘুরতে বাংলাদেশ হয়ে আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকেন ফেবলেস। ৯ মার্চ বাংলাদেশ থেকে আখাউরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। ভারতে তখনও শঙ্কার কারণ হয়ে ওঠেনি ভাইরাস কোভিড-১৯।
স্পেনের এই নাগরিক আগরতলায় ১০ দিন থাকার পরে মিজোরামের পথে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে পৌঁছান। ততক্ষণে দেশে করোনা সতর্কতা জোরদার হয়ে গেছে। ফলে, ত্রিপুরা-মিজোরাম সীমান্ত থেকে তাঁকে করোনা পরীক্ষা করার জন্য আবার আগরতলায় ফেরত পাঠান রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। সেখানে পৌঁছলে তাঁকে প্রথমে একটি কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন রাখা হয়। পরে আরেকটি কেন্দ্রে আরও ১৪ দিন থাকতে হয়। স্প্যানিশ তরুণীর দাবি, মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরেও কেন তাঁকে দু’ বার কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তার ব্যাখ্যা দেননি স্বাস্থ্যকর্মীরা।
তাছাড়া, ভাষাগত সমস্যার দরুনও বেশ কষ্ট করতে হয়েছে। শেষে মিশনারিজ অফ চ্যারিটি ও হোলিক্রস খ্রিস্টান মিশনারি সংস্থা পরিচালিত স্থানীয় আশা সেন্টারের দায়িত্বে থাকা ফাদার পল পুদুসেরির সৌজন্যে বিনামূল্যে আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা হয় তাঁর। সেন্টারে থাকতে দেওয়া হয় তাঁকে। সেখানে থাকাকালীন আরও তিন সাইকেল অভিযাত্রী ক্লিফিন জে ফ্রান্সিস, হাসিব এপসান ও ডোনা অ্যান জেকবেরের সঙ্গে দেখা হয় এই স্পেনের নার্সের। তাঁরা জাপান যাওয়ার পথেই আটকা পড়েন। এদিকে, ত্রিপুরায় থাকাকালীন চার বিদেশি সাইক্লিস্ট স্থানীয় ত্রাণ পরিষেবায় সক্রিয় অংশগ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত দেশে ফিরতে পারছেন কেবল স্প্যানিশ মহিলাই। সাইকেলে নয়, সরকারি মদতে যাচ্ছেন বিমানে চড়েই।