India & World UpdatesCultureBreaking News
৭ দিন নয়, মহালয়ার ১ মাস পর আগামী বছর মহাষষ্ঠীInstead of usual 7 days, next year Durga Puja will be after 1 month of Mahalaya
৫ অক্টোবর : মহালয়ার সপ্তাহ পরেই হয় দেবীর বোধন। অর্থাৎ মহাষষ্ঠী থেকেই শুরু হয় পুজো। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী। মহালয়ার দিনেই শুরু হয়ে যায় দেবীপক্ষের। কার্যত মহালয়ার ভোরে আগমনী গান শুনেই দুর্গাপুজোর আমেজ শুরু হয়। বাঙালির এ অভ্যেস চিরন্তন। কিন্তু এ বার কিছু জেনে আপনারাই অবাক হবেন। আগামী বছরের পুজোয় এই অভ্যেস বাঙালিকে বদলাতে হবে। সামনের বছর পাল্টে যাবে নিয়ম। মহালয়ার পর এক মাসেরও বেশি অপেক্ষা করতে হবে। তারপর আসবে পূজা।
আগামী বছর অর্থাৎ ২০২০-তে মহালয়া পড়েছে ১৭ সেপ্টেম্বর। কিন্তু ষষ্ঠী পড়েছে তার ৩৫ দিন পর অর্ধাৎ ২২ অক্টোবর। পঞ্জিকা অনুযায়ী, আগামী বছর আশ্বিনে নয়, আসলে মা আসছেন কার্তিকে। জানা যাচ্ছে, আগামী বছর দুটো অমবস্যা একই মাসে পড়ে যাওয়ায় আশ্বিন মাস মল মাস। ফলে পুজো পিছিয়ে কার্তিক মাসে চলে গিয়েছে। ফলে সামনের বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর হলেও মহাষষ্ঠী পড়েছে ২২ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস দুটি পঞ্জিকা মতেই এটা ঘটতে চলেছে।
অবশ্য এই ঘটনা প্রথমবার নয়। আগেও এমন ঘটেছিল ২০০১ সালে। সুতরাং, মায়ের আগমনীবার্তা বেজে যাওয়ার পরেও মায়ের মর্ত্যে আগমনে দেরির ঘটনা এই প্রথম নয়। ১৯৮২ সালেও এমন ঘটনা ঘটেছিল। ফলে মহালয়ার পরও উৎসব প্রেমী বাঙালিকে পুজোর জন্য অপেক্ষা করে থাকতে হবে আরও অনেকটা দিন। এক বছরের জন্য অভ্যেসটাকে একটু বদলাতে হবে।