NE UpdatesBarak Updates

ভুটানে ভেঙে পড়ল ২ পাইলট সহ ভারতীয় কপ্টার
Indian chopper crashes in Bhutan along with 2 pilots

২৭ সেপ্টেম্বরঃ ভুটানে দুই পাইলট সহ ভারতীয় হেলিকপ্টার ভেঙে পড়েছে। শুক্রবার অরুণাচলের খিরমু থেকে ভুটানের ইয়ংফুলা যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিল ভারতীয় সেনার এক ইঞ্জিন বিশিষ্ট চিতা হেলিকপ্টারটি। পথে বেলা ১টা নাগাদ তার সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা গিয়েছে,  সেটি ভুটানের ইয়ংফুলার কাছে পাহাড়ে ধাক্কা মারে।

Rananuj

কপ্টারে ছিলেন ভারতীয় সেনার পাইলট লেফটেন্যান্ট কর্নেল রজনীশ পারমার ও রয়্যাল ভুটান আর্মির ক্যাপ্টেন কালজাং ওয়াংডি।  সম্ভবত দুই জনই মারা গিয়েছেন। সেনাবাহিনী জানায়, ভুটান সেনাকে নিয়মিতভাবে কপ্টার ওড়ানোর প্রশিক্ষণ দেন ভারতীয় সেনার পাইলটরা। এদিনও তেমনই প্রশিক্ষণ চলছিল। দুর্ঘটনার কারন জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker