Barak UpdatesHappeningsBreaking News

ত্রাণ বিতরণের পর স্বাস্থ্যশিবির রূপমের

ওয়েটুবরাক, ১৮ জুলাই : বেশ কিছুদিন  বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পরে এখন রূপম স্বাস্থ্যশিবির শুরু করেছে৷ রবিবার চিকিৎসক, ওষুধপত্র নিয়ে ক্লাবকর্তা-সদস্যরা যান রংপুর গঙ্গাপাড়ায়৷ সেখানকার কালীবাড়িতে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে স্বাস্থ্যশিবির৷ মোট ৩৭৫ জন রোগীকে দেখে ওষুধ লিখে দেন তিন চিকিৎসক ওপালা গুপ্ত, সায়ন্তন দাস ও তরুণিত চৌধুরী৷ দেওয়া হয় বিনামূল্যে ওষুধপত্র৷ শুরু থেকেই ক্লাবের কর্মকর্তা-সদস্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কালীবাড়ি কমিটি৷

Rananuj

সোমবার অনুরূপ শিবির চলছে ধামালি শুক্লবৈদ্যপাড়ায়৷ ভকতপুর এবং দুধপাতিল চলিতাবস্তিতে হবে মঙ্গল ও বুধবার৷ রূপমের সম্পাদক নিখিল পাল জানান, তাদের এই কর্মসূচি আরও কিছুদিন অব্যাহত থাকবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker