India & World UpdatesBreaking News
বাড়িতে ছুটি কাটাতে এসে দুর্ঘটনায় হত সেনা জওয়ান
Army jawan dies in an accident when on leave at his house

১৮ জুন : শোনিতপুর জেলার জামুগুড়িহাটের তৌভাঙ্গায় সোমবার রাতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এক সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। সঞ্জু বরা নামে ৩২ বছরের এই সেনা জওয়ান ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জামগুড়িহাট এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনায় অন্য চারজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের রাতেই তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও স্থানীয় জনগণের আশঙ্কা, তীব্রগতিতে আসা একটি বলেরো এক পথচারীকে ধাক্কা মারলেই দুর্ঘটনাটি ঘটে। মৃত সেনা জওয়ানের বাড়ি জামগুড়িহাটের গেরলুয়াচকে। পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটানোর জন্যই তিনি বাড়িতে এসেছিলেন। তাঁর মৃত্যুতে শোকবিহ্বল পরিবারের মানুষ।
