India & World UpdatesHappeningsBreaking News
ঋণে ডুবেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, চাপে কেন্দ্র
ওয়েটুবরাক, ১৬ জুন : বিপুল পরিমাণ ঋণে ডুবেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর রাস্তা তৈরি এবং মেরামতির কাজ হয়েছে। তা করতে গিয়ে এনএইচএআই-এর দেনার পরিমাণও বৃদ্ধি পেয়েছে৷ এই মুহূর্তে বিভিন্ন সংস্থার কাছে এনএইচএআই-এর ঋণের পরিমাণ ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।
এর দরুন চলতি অর্থবর্ষে দেশে রাস্তা তৈরির পরিমাণ কমতে চলেছে। সড়ক নির্মাণের কাজের গতি হতে চলেছে আগের চেয়ে শ্লথ। গত অর্থবর্ষে রাস্তা নির্মাণের পরিমাণ ছিল ১২,৩৪৯ কিলোমিটার। এ বার তা ১১,২৫০ কিলোমিটারের বেশি হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের। তাদের দাবি, ঋণের বোঝা কমাতে আপাতত রাস্তা তৈরির কাজ কমাবে এনএইচএআই। আপাতত তারা ঋণ মেটানোকেই অগ্রাধিকার দেবে। আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত ঋণ মিটিয়ে ফেলতে চাইছে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা।
এ পর্যন্ত এনএইচএআই-এর তরফে এ বিষয়ে সরকারি ভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।