India & World UpdatesHappeningsCultureBreaking News

কারার ওই লৌহ কপাটঃ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল কবির পরিবার

ওয়েটুবরাক, ১১ নভেম্বরঃ কাজি নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানে এআর রহমানের নতুন সুর নিয়ে সমালোচনার ঝড় বইছে। এ বার তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসল নজরুলের পরিবার। গানটি অবিলম্বে না সরানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Rananuj

’৭১-এর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘পিপ্পা’ ছবিতে রহমানের সুর করা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। কবি পরিবারের বক্তব্য, সেই গানের সুরে রহমান যে ‘আঁচড়’ দিয়েছেন, তা মেনে নেওয়া যায় না। নজরুলের ভ্রাতুষ্পুত্র তথা চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা কাজি রেজাউল করিম বলেন, ‘‘প্রায় ১০০ বছর লেখা যে গান শুনলে আজও গায়ে কাঁটা দেয় আপামর দেশবাসীর, যে গান শুনলে স্বাধীনতা সংগ্রামের দিনগুলি চোখের সামনে তরতাজা হয়ে ওঠে, সেই গানের সুরটাই বদলে দিয়েছেন এ আর রহমান। এই ঘটনা দুঃখজনক। আগুন নিয়ে খেলা করছেন রহমান সাহেব।’’

কবির পরিবারের দাবি, রহমান সুর বিকৃত করে ‘বেআইনি’ কাজ করেছেন। গানটি না সরানো হলে আদালতে মামলা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন নজরুলের পরিবারের সদস্যেরা। নজরুল অ্যাকাডেমির সদস্য ও কবির নাতনি সোনালি কাজি প্রশ্ন তোলেন, ‘‘এই কাজটি করার আগে কারও সঙ্গে কথা বলেছিলেন উনি (রহমান)? অতীতে যখন মহম্মদ রফি ও অনুপ জালোটা কাজি নজরুল ইসলামের গান গেয়েছিলেন, তখনও মূল সুর পরিবর্তন হয়নি। তাই কোনও বিতর্ক হয়নি। আপামর বাঙালি সেই গানকে মেনে নিয়েছেন এবং জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু রহমান সাহেব যেটা করেছেন, তা অনৈতিক ও বেআইনি। বহু দিন আগের একটা গান কোন অধিকারে উনি বদলে দিতে পারেন, এটাই এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন।”

প্রতিবাদের ঝড় উঠেছে ও পার বাংলাতেও। বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল এ প্রসঙ্গে বলেছেন, ‘‘ভারতবর্ষের এক জন বিখ্যাত সুরকার খুবই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কাজী নজরুলের অসম্মান হয়েছে এতে। গানটি যাতে প্রচার না পায়, তার ব্যবস্থা করা দরকার।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker