NE UpdatesHappeningsBreaking News
মণিপুর সংঘর্ষের শরণার্থী সন্তানরা মিজোরামের স্কুলেই পড়তে পারবে
ওয়েটুবরাক, ২৬ মে: মণিপুরের সংঘর্ষ শুরুর পর থেকে প্রায় ৮ হাজার শরণার্থী এখন মিজোরামে আছেন। মিজোরাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সন্তানরা মিজো স্কুলে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। এ নিয়ে সব জেলা শিক্ষা নির্দেশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মায়ানমারের সংঘর্ষের জেরে ইতিমধ্যেই রাজ্যে সে দেশ থেকে আসা ৩৫ হাজারের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন। তাঁদের সন্তানদের পড়ানোর ভারও মিজো সরকার নিয়েছে। বাংলাদেশ থেকেও শরণার্থীরা মিজোরামে ঢুকছেন। ছোট পাহাড়ি রাজ্যে এখন শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে সরকারি হিসেবে ৪৩,৭০৩।