NE UpdatesHappeningsAnalyticsBreaking News
নিয়মনীতি না মানলে দুর্গাপূজায় কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রীIf rules are not followed, strict measures to be implemented during Durga Puja
৬ সেপ্টেম্বর : কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে এখনও মুক্তি পায়নি আসাম। এর পাশাপাশি রাজ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে আসন্ন দুর্গাপূজার আয়োজন করবেন রাজ্যের মানুষ, তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। কোভিড পরিস্থিতি আগামীতে আরও খারাপ হলে রাজ্য সরকার আরও কঠোর নির্দেশিকা জারি করতে পারে।
এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানিয়েছেন, কোভিড নিয়মনীতি ভঙ্গ হলে আগামীতে পুনরায় কঠোর হতে পারে রাজ্য সরকার। আর তা না হলে কোভিড পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে না। ফলে আসন্ন দুর্গাপূজা কীভাবে উদযাপন করা হবে, তা করোনা পরিস্থিতির দিকে চোখ রেখেই করা হবে। তিনি বলেন, প্রায় সময়ই কোনও উৎসবের পর করোনা ভয়ঙ্কর রূপ নেয়। ফলে পুরো প্রক্রিয়া নির্ভর করবে সময়ের ওপর বা সাধারণ মানুষ কতটা নিয়মনীতি পালন করেন।
এ দিকে সোমবার থেকে রাজ্যে স্কুলের পাঠদান শুরু হয়েছে। দীর্ঘ কয়েক মাস পর ছাত্রছাত্রীরা স্কুলে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়মনীতি শিথিল থাকবে কি না তা আগামী দিনই বলতে পারবে। মানুষ নিয়মনীতির ধার না ধারলে আগামীতে ফের কড়া নিয়মনীতি লাগু হতে পারে।