India & World UpdatesHappeningsCultureBreaking News

সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত, সঙ্গীতপ্রেমীরা শোকস্তব্ধ
Iconic singer Sandhya Mukherjee passes away at 90

ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি : সঙ্গীতপ্রেমীদের শোকবিহ্বল করে চিরনিদ্রায় চলে গেলেন বিখ্যাত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

জানুয়ারির শেষ দিকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন ‘গীতশ্রী’। এরপরই তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ পরীক্ষা করালে করোনা ধরা পড়ে। তারপর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়াই চলছিল। যদিও কিছুদিনের মধ্যে কোভিডমুক্ত হন। কোমরের ভাঙা হাড়ের অস্ত্রোপচারও হয় গত ১১ ফেব্রুয়ারি। কিন্তু সোমবার রাত থেকে শুরু হয় পেটে ব্যথা, কমতে থাকে রক্তচাপ। মঙ্গলবার সকালে তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল আইসিইউতে।অবশেষে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের কিংবদন্তি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সঙ্গীতজগতে।

১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়া এলাকায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম। ৬ ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর ছিল বিশেষ অনুরাগ।

পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি কান্নান, অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে শিক্ষা নিয়েছেন তিনি। ৫০ বছরেরও বেশি সময় নানা ভাষার ছবিতে প্লেব্যাক করেছেন। ছবির গানের পাশাপাশি বাংলা আধুনিক গান ও ধ্রুপদী সঙ্গীতেও তিনি ছিলেন সমান পারদর্শী। উস্তাদ বড়ে গুলাম আলি খাঁর শিষ্যা ছিলেন তিনি।

তাঁর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷   উত্তরবঙ্গে সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি তাঁর সফর কাটছাঁট করার কথা জানিয়েছেন। আগামীকালই ফিরে আসছেন কলকাতায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker