Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে জন্মদিনে সাহিত্যিক মুজতবা আলিকে স্মরণ করল বরাকবঙ্গ
September 13, 2022
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার উপত্যকার অন্য দুই জেলার সঙ্গে কাছাড় জেলা সমিতিও শিলচর বঙ্গভবনে রবীন্দ্র স্নেহধন্য লেখক সৈয়দ মুজতবা আলির ১১৮-তম জন্মদিনে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করল। মুজতবা আলির প্রতিকৃতিতে ফুল দিয়ে জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর শ্রদ্ধা নিবেদন পর্বের সূচনা করেন । এরপর একে একে প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি ইমাদউদ্দিন বুলবুল , প্রাক্তন সহ সভাপতি শ্যামল কান্তি দেব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, জেলা সম্পাদক জয়ন্ত দেবরায়, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত, শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ , সহসভাপতি মিলন উদ্দিন লস্কর প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক আলোচনা সভায় সঞ্জীব দেব লস্কর সৈয়দ মুজতবা আলির জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন । বলেন , রবীন্দ্রনাথের স্নেহধন্য হওয়ার জন্যই সৈয়দ মুজতবা আলির মনে বৃহত্তর বাঙালি জাতীয়তাবোধ অনুরণিত হত। পাকিস্তানের উগ্র ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াইয়ের কথা ইতিহাস মনে রাখবে। তৈমুর রাজা চৌধুরী তাঁর বক্তব্যে পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনে সৈয়দ মুজতবা আলির বৌদ্ধিক লড়াইর কথা তুলে ধরেন। শিলচর সম্পর্কে মুজতবা আলির বিশেষ অনুভব ছিল বলে তিনি উল্লেখ করে তিনি বলেন , স্বনামধন্য ইতিহাসবিদ প্রয়াত দেবব্রত দত্তকে লেখা তাঁর পত্রে সেটা উল্লেখ রয়েছে।
ইমাদ উদ্দিন বুলবুল সৈয়দ মুজতবা আলির জীবন ও সাহিত্যের দিকগুলো নিয়ে আলোচনা করেন। সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেন , মঙ্গলবার উপত্যকার তিন জেলা সদরে সম্মেলনের তরফে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনায় মুজতবা আলিকে স্মরণ করা হয়েছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহে কাছাড় জেলায় সৈয়দ মুজতবা আলি সাহিত্য উৎসব আয়োজন করা হবে। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত প্রস্তাবিত সাহিত্য উৎসবের রূপরেখা শীঘ্রই তৈরি করা হবে বলে জানান।