Barak UpdatesBreaking News

বরাকে হোমিওপ্যাথি কলেজ,মুখ্যমন্ত্রীকে বলবেন কবীন্দ্র
I will speak with the CM for establishing Homeopathic College in Barak: Kabindra

৬ জানুয়ারি: বরাকে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দের কাছে বলবেন কবীন্দ্র। রবিবার খোদ এই আশ্বাস দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। মালুগ্রাম কছাড় হাইস্কুলে সাউথ আসাম বায়োকেমিক ও হোমিওপ্যাথি প্র্যাকটিশনার ফোরামের সাধারণ সভায় মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। বলেন, সব চিকিৎসা ব্যর্থ হওয়ার পরও মানুষকে নতুন জীবন দেওয়ার ক্ষমতা রাখে হোমিওপ্যাথি চিকিৎসা। ফলে এটার গুরুত্ব অনেক। এতদঞ্চলে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় সবাইকে এগিয়েআসার আহ্বান জানান কবীন্দ্র বাবু।

Rananuj

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি নলিনীমোহন দাস। তিনি কলেজ নির্মাণে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সক্রিয় অবস্থান প্রত্যাশা রাখেন। নলিনী মোহন দাস জনস্বাস্থ্য ও বরাকবাসীর স্বার্থে এই কলেজ স্থাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নালিনী বাবু। এব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কংগ্রেসের কর্মকর্তা সঞ্জীব রায়, আইনজীবী শেখর পালচৌধুরী, শ্যামেন্দ্র দেব, প্রবল পাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। পরে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বাবা প্রয়াত পৃথ্বীশ পাল চৌধুরীর স্মৃতিতে ফোরামের সম্পাদক ডা:প্রবাল পালচৌধুরী এই কম্বল বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker