Barak UpdatesHappeningsBreaking News

উৎসাহেই শেষ হল ভাবীকালের ছয়দিনের শিশু-কিশোর নাট্য কর্মশালা

ওয়েটুবরাক, ৮ এপ্রিল : ভাবীকালের তরফে প্রতি বছরের মত এবারও ৬ দিন ব্যাপী শিশু-কিশোর নাট্য কর্মশালার আয়োজন করা হয়। রবিবার এই কর্মশালার সমাপ্তি দিনে প্রশিক্ষণপ্রাপ্ত কচি-কাঁচারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে সঙ্গীত, সমবেত নৃত্য ও ছোট ছোট নাট্যাংশ পরিবেশন করে।


এই সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাবীকালের পৃষ্ঠপোষক শান্তনু দাস, দেবাশিস ভট্টাচার্য ও শুভ্রজ্যোতি পাল৷ ছিলেন কর্মশালার সঞ্চালক শান্তনু পাল, চিফ কো-অর্ডিনেটর পল্লব ভট্টাচার্য, শিশু নাটকের কো-অর্ডিনেটর দেবস্মিতা দাস ও সহযোগী কো-অর্ডিনেটর গৌরব রবিদাস৷ সদস্যদের মধ্যে ছিলেন সঙ্ঘমিত্রা, রুদ্রাণী, শুভজিৎ, নন্দিতা, প্রিয়া, জয়প্রকাশ, প্রাচী, জুয়েল, ঋতুপর্ণা, টিটন ও রঞ্জিত। শুরুতেই ভাবীকালের সভাপতি রঞ্জন কুমার দাস স্বাগত ভাষণ দেন৷ পরে কর্মশালার সঞ্চালক শান্তনু পাল বলেন, ছোটদের নিয়ে এই ধরনের কর্মশালা করে তিনি সারা বৎসর কাজ করার প্রেরণা এবং অক্সিজেন পান। শিশু-সঙ্গ অত্যন্ত প্রাণবন্ত ও সমস্ত ক্লান্তি দূর করে। তাঁর কথায়, নাট্যচর্চার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব৷ শিশুদের নাট্য প্রশিক্ষণ শুধু কর্মশালায় সীমাবদ্ধ না রেখে নিয়মিত চর্চার পরামর্শ দেন তিনি।
এ দিন কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষার্থীদের ভাবীকালের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker