Barak UpdatesBreaking News
বরাকেও হিন্দু রক্ষী দল গড়ল ভারত সেবাশ্রমHindu Protection Group created by Bharat Sevashram at Barak Valley also
১৪ জুলাইঃ বিজেপি আমলেও হিন্দু রক্ষী দল গঠনে গুরুত্ব দিল ভারত সেবাশ্রম সংঘ। বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে ৫০জনকে বাছাই করে তিনদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। লাঠিচালনা, ক্যারাটেতেই গুরুত্ব দেন তাঁরা। সঙ্গে শেখানো হয় হিন্দুত্বের নানা কথা। ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্বাঞ্চল প্রধান স্বামী সাধনানন্দ মহারাজ বলেন, হিন্দু রক্ষী দল বহু পুরনো। কিন্তু উত্তর-পূর্বে সেভাবে সংগঠিত নয়। এ বার সে উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘আক্রমণে উতসাহিত করি না আমরা। তবে আক্রমণ প্রতিহত করা শেখাই।’ সে জন্যই নানা ধরনের শারীরিক কসরত শেখানো হয়েছে হিন্দু রক্ষীদের।’ স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ জানান, তাঁরা শুধু ফুল-বেলপাতায় দেবদেবীর পূজা করেন না। তাঁদের মন্দিরগুলিতে ত্রিশূল-খড়্গ দিয়েও আরতি হয়।
কিন্তু বিজেপি আমলে নতুন করে হিন্দু রক্ষী দল গঠনের কী প্রয়োজন? দুই মহারাজেরই এককথা, কোনও আমল-টামল নয়। সব সময়েই হিন্দুদের সংগঠিত থাকতে হবে। তাঁদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভারত পরমাণু শক্তিধর বলেই চিন-পাকিস্তান আজ সমীহ করে। তাই নিজেদের সুসংগঠিত রাখা খুব প্রয়োজন।
রবিবার সাংবাদিক সম্মেলনে হিন্দু রক্ষী দলের নবগঠিত কাছাড় জেলা কমিটির সভাপতি অঞ্জনকুমার দেব, সম্পাদক মানস চক্রবর্তী, বিশ্বজিত দাস, প্রশান্তজ্যোতি দাস, শঙ্করকুমার দাস, সুব্রত চন্দ, উত্তমকুমার গোয়ালা, অনুরূপ শিল্পায়ন সিংহও উপস্থিত ছিলেন।