India & World UpdatesHappeningsBreaking News
ইউক্রেন ও ইজরায়েলের জন্য বাইডেনের নিরাপত্তা প্যাকেজ
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : ইউক্রেন ও ইজরায়েলের জন্য ১০৫.৮৫ বিলিয়ন ডলারের নিরাপত্তা প্যাকেজ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংসদের কাছে বিপুল পরিমাণ এই প্যাকেজ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্যে ৬১ বিলিয়ন মার্কিন ডলার এবং ইজরায়েলের জন্যে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছেন।
বাইডেনের এই প্রস্তাব খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগঘন এক বার্তায় বলেছেন, ইজরায়েল এবং ইউক্রেনকে সাহায্যের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য আমেরিকার স্বার্থ সুরক্ষিত হবে।
ইজরায়েল এবং হামাস যুদ্ধ চলছে। লাগাতার গাজায় হামাসের ঘাঁটি টার্গেট করে চলছে এয়ারস্ট্রাইক। কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। এই অবস্থায় গত কয়েকদিন আগেই ইজরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।
পরে দেশে ফিরেই বিপুল পরিমাণ অর্থ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে সাহায্যের পাশাপাশি আমেরিকা-মেক্সিকো সীমান্তে সমস্যা সমধানের জন্যেও আর্থিক অনুদানের কথা বলেছেন বাইডেন। মিসাইল ডিফেন্স সাপোর্টের জন্যে ১০.৬ বিলিয়ন ডলার এবং অন্যান্য সামরিক সাহায্যের জন্যে ৩.৭ বিলিয়ন ডলার অনুদানের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট৷
এছাড়া গাজা, ইজরায়েল এবং ইউক্রেনকে মানবিক ভাবে সাহায্য করার জন্যও ৯.১৫ বিলিয়ন ডলার চেয়েছেন তিনি।