NE UpdatesHappeningsBreaking News

৯০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত ডিব্রুগড়ে, আটক ১ মহিলা
Heroine worth ₹90 lakh seized in Dibrugarh, 1 lady arrested

২৫ আগস্ট : ডিব্রুগড় জেলা পুলিশ রবিবার ভোরে জেলার কালীবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের ১.১ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মোটা অঙ্কের নগদ টাকাও। সেইসঙ্গে মাদক কারবারে জড়িত অভিযোগে এক মহিলাকেও আটক করেছে জেলা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভোররাতে কালীবাড়ি এলাকার জনৈক রাজু আলির ঘরে হানা দেয় পুলিশ। তার ঘরে তল্লাশি চালিয়ে বহু প্লাস্টিকের প্যাকেটে ভর্তি নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। তবে পুলিশি হানার আগাম খবর পেয়ে ঘর থেকে গা ঢাকা দেয় রাজু আলি। তবে রাজুকে না পেয়ে এই কারবারে সহযোগী থাকার অভিযোগে তার স্ত্রী হাসনা বেগমকে তুলে এনেছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে নেশাদ্রব্যগুলিকে হেরোইন বলে মনে করছেন তাঁরা। তবে নিশ্চিত হতে সন্দেহজনক হেরোইনগুলিকে গুয়াহাটির ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। রাজু আলি ও তার স্ত্রী হাসনার বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর ধারা বলে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য সাম্প্রতিককালে অবৈধ নেশা কারবারের ঘাঁটিতে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী ত্রিপুরায় প্রায় প্রতিদিন ধরা পড়ছে নানা ধরনের নেশাদ্রব্য। গুয়াহাটি, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আকছার নেশাদ্রব্যের সঙ্গে ধরা পড়ছে ড্রাগস কারবারির দল। গত বুধবার মায়নমার সীমান্তবর্তী মোরে-ইমফল ১০২ নম্বর জাতীয় সড়কে আসাম রাইফেলস-এর হাতে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ২৪ লক্ষ টাকার হেরোইন ও ব্রাউন সুগার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker