Barak UpdatesHappeningsBreaking News

বৃহস্পতিবার বরাকে আসছেন হিমন্ত, থাকবেন তিনদিন

ওয়েটুবরাক, ২০ আগস্ট: আগামী বৃহস্পতিবার তিনদিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি শিলচর বিমানবন্দরে অবতরণ করবেন৷ প্রথমে লক্ষীপুর মহকুমার শিলঘাটে গিয়ে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন। বিকেল ৪টায় ধলাইর বড়জালেঙ্গায় তাঁর হাতে মডেল ডিগ্রি কলেজের শিলান্যাস৷  সেখানে জনসভায়ও বক্তব্য রাখবেন।  শিলচরে ফিরে বিকেল ৫টা ৪৫ মিনিটে যাবেন কাছাড় ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে। এরপর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিজেপি কার্যালয়ে  দলীয় কার্যসূচি। সেখান থেকে রাত ৭টা ৩৫ মিনিটে যাবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে। রাত ৮টায় সেখান থেকে বেরিয়ে পুলিশ গেস্ট হাউসে রাত কাটাবেন।

শুক্রবার তাঁর হাইলাকান্দি-করিমগঞ্জ সফর৷ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হাইলাকান্দির রবীন্দ্রভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷ পরে সার্কিট হাউসে গিয়ে একঘণ্টা অবস্থান করবেন। এরপর রওনা হবেন করিমগঞ্জের উদ্দেশে।

সেখানে গিয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিকাল ৪টা পর্যন্ত সার্কিট হাউসে  অবস্থান করবেন। শিলচরে ফিরে  রাত কাটাবেন পুলিশ গেস্ট হাউসে।

 শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। সকাল ১০টায় জেলাশাসকের কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় যোগ দেবেন শিলচর বার সংস্থার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে। ওই অনুষ্ঠান শেষে দুপুর ২টা ২০ মিনিটের বিমানে  গুয়াহাটি ফিরে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker