Barak UpdatesBreaking News

ধর্মঘটে শিলচর মেডিক্যালেও স্তব্ধ হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা
Health services also affected at SMCH due to agitation by doctors

১৭ জুন : সারা দেশের সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার সকাল ৬টা থেকে স্তব্ধ হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা। এ দিন হাসপাতালের জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসক সংস্থার ব্যবস্থাপনায় ডাকা এই প্রতিবাদ কার্যসূচিতে অংশ নিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন। এই প্রতিবাদ কার্যসূচিতে আন্দোলনকারীদের দাবি, কেন্দ্র সরকারকে ‘অ্যাণ্টি ভায়োলেন্স হেলথ কেয়ার’ আইন বলবৎ করতে হবে।

এছাড়া, পশ্চিমবঙ্গে এক সপ্তাহ ধরে চিকিৎসা ক্ষেত্রে যে বিভ্রাট সৃষ্টি হয়েছে তা সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যদিও সোমবার বিকেলে নবান্নে জুনিয়র ডক্টরদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তাঁদের আরও দাবি, নিরীহ রোগীদের সেবা প্রদানে যাতে বাধা সৃষ্টি না হয় তার জন্য চিকিৎসকদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। এছাড়াও, চিকিৎসকরাই যদি নিগ্রহের শিকার হন তাহলে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা কীভাবে দেবেন, তার জন্য বুদ্ধিজীবি মহলকেও চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্যে আওয়াজ তোলা আহ্বান জানানো হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল শিক্ষক সংস্থার পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker