India & World UpdatesAnalyticsBreaking News
করোনা রুখতে ১০টি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকHealth Ministry to send team in 10 states to combat corona
১০ মে : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশের বেশি করোনা সংক্রমণ হওয়া রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বেশি সংক্রমণ হওয়া ১০টি রাজ্যে এই কেন্দ্রীয় দল পাঠানো হবে। এই দল রাজ্যের স্বাস্থ্য বিভাগকে কোভিড-১৯ মোকাবিলায় সাহায্য করবে। এই রাজ্যগুলো হল, গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।
এই কেন্দ্রীয় দলে স্বাস্থ্য মন্ত্রক থেকে একজন বরিষ্ঠ কর্তা, যুগ্মসচিব স্তরের একজন নোডাল অফিসার ও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থাকবেন। তাঁরা রাজ্যের স্বাস্থ্য বিভাগকে সংক্রমিত এলাকায় কন্টেইনমেন্ট ব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে সহায়তা করবেন। এর আগেও দেশের অধিক সংক্রমণ হওয়া জেলাগুলোতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা ২০টি কেন্দ্রীয় দলকে পাঠানো হয়েছিল। নতুন এই কেন্দ্রীয় দল এই ২০টি দলের অতিরিক্ত হবে। সম্প্রতি মুম্বাইয়ের জন্যও একটি উচ্চস্তরীয় দল সে রাজ্যে পাঠানো হয়েছিল। করোনা সংক্রমিত এলাকায় কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে এই দলটি রাজ্যকে সহায়তা করেছে।