India & World UpdatesBreaking News

এনডিএ-র হরি-ই রাজ্যসভার উপসভাপতি
Harivansh Singh of NDA elected Deputy Chairman of Rajya Sabha

রাজ্যসভার উপসভাপতি নির্বাচন নিয়ে গত কিছুদিন থেকে চলা সাসপেন্সের শেষমেশ অবসান হলবৃহস্পতিবার সকালে হওয়া নির্বাচনে এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ন সিংহ জয় ছিনিয়ে নিয়েছেন ভোটে জেতার পর তাকে রাজ্যসভার উপসভাপতি নির্বাচন করা হয়েছে তিনি বিপক্ষের প্রার্থী বি কে হরিপ্রসাদকে ২০ ভোটে পরাজিত করেন হরিবংশ পেয়েছেন ১২৫ ভোট বিপরীতে হরিপ্রসাদের ঝুলিতে গেছে ১০৫ ভোট
এই নির্বাচনে কংগ্রেস দলের নেতা বি কে হরিপ্রসাদকে বিরোধীদের সংযুক্ত প্রার্থী হিসেবে মাঠে নামায় এনডিএ হরিবংশ নারায়ণ সিংএর নাম প্রস্তাব করে শিবসেনা বিজেডি হরিবংশকে সমর্থনের কথা ঘোষণা করায় তাঁর জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল

Rananuj

এদিকে বিজেপি তার সাংসদদের ভোটিং সংসদে হাজির হওয়ার জন্য হুইপ জারি করেছিল নির্বাচন শুরু হওয়ার আগে রাজ্যসভার মহাসচিব ভোটিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন দিন নির্বাচনে মোট জন সদস্য অনুপস্থিত ছিলেন এর মধ্যে আম আদমি পার্টির তিনজন, ওয়াইএসআর, কংগ্রেস পিডিপির জন করে এবং ডিএমকের জন সদস্য সংসদে হাজির হননি হরিবংশ নারায়ণ সিং রাজ্যসভার সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটে জেতার পর প্রধানমন্ত্রী উঠে তাঁর আসন পর্যন্ত যান তিনি বলেন, হরিবংশ নারায়ণের জয়ে মোদি সরকারের বিরুদ্ধে একজোট হওয়া বিরোধীদের সত্যতা সামনে এল

First-time lawmaker Harivansh Narayan Singh from Nitish Kumar’s Janata Dal United [JD(U)] won the battle against the opposition candidate, Congress’ BK Hariprasad. As the candidate of the ruling NDA, he was elected to the deputy chairman’s post today securing 125 votes against 105 for Congress MP B K Hariprasad, who was a joint opposition candidate.

The RS deputy chairman post fell vacant after the retirement. In nominating a JD(U) candidate, the BJP was attempting to reach out to its allies who have been complaining about being left out.  Born in Balia in Uttar Pradesh, Harivansh’s close aides say he was a meritorious student and went on to do M.A. in Economics and Diploma in Journalism from Banaras Hindu University.

The 62-year-old first time MP from Nitish Kumar-led JD(U) had briefly worked as an adviser to the former Prime Minister Chandra Shekhar but went back to journalism after that government fell in 1991. Congratulating Harivansh Narayan Singh, a former journalist, PM Modi said, “Harivansh Ji is well read and has written a lot. He has served society for years”. Then in a jovial tone, he added, “With him (Mr Singh) in the Rajya Sabha, things are now hari bharose, hari kripa”.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker