Barak UpdatesHappeningsCultureBreaking News
হাইলাকান্দিতে বাজেয়াপ্ত দুই ওয়াগন বার্মিজ সুপারি
ওয়েটুবরাক, ১৩ এপ্রিলঃ হাইলাকান্দি জেলার জামিরা রেলস্টেশনে দুই ওয়াগন বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বড়সড় দল মিজোরামের ভৈরবী থেকে শিলচরগামী ট্রেনে তল্লাশি চালায়। যাত্রীবাহী বিভিন্ন কামরার সঙ্গে ভৈরবী থেকে জুড়ে দেওয়া হয়েছিল ওয়াগন দুটি। পঞ্চাশ টন সুপারি রয়েছে দুই ওয়াগনে। এর বাজারমূল্য দুই কোটি টাকা হবে বলে পুলিশের অনুমান।
হাইলাকান্দির ডিএসপি সুরজিত চৌধুরী বলেন, অবৈধ ভাবে বার্মিজ সুপারি পরিবহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সড়কপথেই আগে এই ধরনের সামগ্রী পাচার হতো। দ্বিতীয় বিজেপি মন্ত্রিসভা শপথ গ্রহণের পর কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিন্ডিকেট ভেঙে দিতে সরকার ততপর রয়েছে। সড়কপথে সরকারের রক্তুচক্ষু এড়িয়ে যাওয়া খুব কঠিন। তাই সিন্ডিকেটের মাতব্বররা বৃহস্পতিবার রেলের ওয়াগনকে বেছে নিয়েছিলৈন।