Barak UpdatesHappeningsBreaking News
সুপ্রাকান্দিতে গাড়ি আটকে বাজেয়াপ্ত ১০০ কোটি টাকার হেরোইন-ইয়াবা
অসমের সর্ববৃহৎ অভিযান, ধৃত ৪
ওয়েটুবরাক, ৯ জানুয়ারিঃ একশো কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত হল অসমের করিমগঞ্জে। পুলিশ জানিয়েছে, স্পেশাল টাস্ক ফোর্সের ডিআইজি পার্থসারথি মহন্ত ও জেলার পুলিশ সুপার পার্থসারথি দাস মঙ্গলবার দুপুরে সুপ্রাকান্দিতে বিশেষ অভিযান চালান। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালান। বাজেয়াপ্ত হয় ৫.১ কেজি হেরোইন, ৬৪০০০ ইয়াবা ট্যাবলেট এবং ৪ প্যাকেট বিদেশি সিগারেট। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থসারথি দাসের দাবি, বাজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য অন্তত একশো কোটি টাকা। অসমে এত বিশাল মূল্যের মাদকসামগ্রী বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম। তাঁর কথায়, গোটা পূর্বাঞ্চলে মাদক বিরোধী যে কয়েকটি বড় সফল অভিযান সংঘটিত হয়েছে, করিমগঞ্জের মঙ্গলবারের ঘটনা সেগুলির মধ্যে একটি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তাঁর এক্স হ্যান্ডলে উল্লেখ করেন, একশো কোটি টাকার মাদক ধরাই রাজ্যের সর্ববৃহৎ মাদকবিরোধী সাফল্য৷ তিনি অসম পুলিশের প্রশংসা করেন৷
এই মাদক পাচারের অভিযোগে গাড়িচালক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ গাড়িচালক নূর আহমেদের বাড়ি করিমগঞ্জ জেলাতেই৷ লালসামলিয়ানা, জোসামলিয়ানা ও রামঘিয়াকা মিজোরামের বাসিন্দা৷ মহিলা সহ চার ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই মাদক সামগ্রী মায়ানমার থেকে মিজোরামে ঢুকেছে৷ এখন অসমের ওপর দিয়ে অন্যত্র পাচার করা হচ্ছিল৷