Barak UpdatesBreaking News
গুটখা, পান মশলায় আসামে এক বছরের নিষেধাজ্ঞাGutka, Pan Masala prohibited in Assam for 1 year
২৬ নভেম্বর : আসামে থাকলে এখন আর গুটকা, পান মশালা ইত্যাদি খাওয়া যাবে না। তামাক মুক্ত আসাম গড়ে তুলতে রাজ্য সরকার তামাকের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় তামাকের উতপাদন, বিক্রি, সংরক্ষণ, বিতরণ, তামাক জাতীয় সামগ্রী আনা-নেওয়া ইত্যাদি করা যাবে না। এমনকি তামাক ও নিকোটিন যুক্ত কোনও নেশাজাতীয় সামগ্রী চুষে খাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খাদ্য সুরক্ষা ও নিরাপত্তা আইন ২০০৬-এর ৩০ নং ধারার ২ নম্বর উপধারার ক্লজ ‘এ’-র আওতায় রাজ্য সরকার আগামী এক বছরের জন্য নিষেধাজ্ঞা বলবত করেছে। এ দিন রাজ্য সরকারের পক্ষে এই নিষেধাজ্ঞা জারি করেন খাদ্য সুরক্ষা বিভাগের কমিশনার ড. চন্দ্রিমা বরুয়া।
সরকার এ মাসের ২২ তারিখ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সরকারের তরফে বলা হয়েছে, গুটখা, পান মশালা ইত্যাদি খেয়ে রাজ্যের বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। ফলে এ ধরনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগেও ২০১৩ সালে আসাম সরকার গুটখা এবং তামাক ও নিকোটিন যুক্ত পান মশালার ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।