NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে গুণোৎসব ১০, ১১ ও ১২ মে, হাইলাকান্দি-করিমগঞ্জে এপ্রিলে
Gunotsav in Cachar on 10,11,12 May & in April at Hailakandi- Karimganj

ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি ঃ আসাম রাজ্য সর্বশিক্ষা মিশন এ বার ফের গুণোৎসবের আয়োজন করেছে। তিন দফায় ওই গুণোৎসব অনুষ্ঠিত হবে। কাছাড় জেলায় তা হবে আগামী ১০, ১১ ও ১২ মে তারিখে। হাইলাকান্দিতে ২০, ২১ ও ২২ এপ্রিল। করিমগঞ্জ জেলায় ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল গুণোৎসব হবে বলে মিশন ডিরেক্টর আর এ করাতি জানিয়েছেন। প্রতি কিস্তিতে ১১টি করে জেলাকে বেছে নেওয়া হয়েছে। প্রথম দফায় হাইলাকান্দি জেলার সঙ্গে রয়েছে বাকসা, চিরাং, ধুবড়ি, ডিমা হাসাও, যোরহাট, কামরূপ মেট্রো, লখিমপুর, শোণিতপুর এবং পশ্চিম কার্বি আংলং।
দ্বিতীয় দফায় করিমগঞ্জ জেলার সঙ্গে রয়েছে বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, চরাইদেও, দরং, ধেমাজি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কার্বি আংলং, নগাঁও এবং নলবাড়ি। মে-তে কাছাড় ছাড়াও হবে বরপেটা, গোলাঘাট, হোজাই, কামরূপ, কোকরাঝাড়, মাজুলি, মরিগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা মানচাচর, উদালগুড়ি এবং তিনসুকিয়া।