Barak UpdatesHappeningsBreaking News
বিমানে ত্রাণ সামগ্রী নিয়ে শিলচরে অভিভাবক মন্ত্রী অশোক সিংঘল
Guardian Minister Singhal arrives in Silchar with relief materials, visits flood affected areas

১৯ মে : কাছাড় জেলার বন্যাপীড়িতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী অশোক সিংঘল। জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে এ দিন তিনি এয়ারফোর্সের বিশেষ বিমানে করে সকাল সোয়া ১০টা নাগাদ কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌছেছেন। এরপর সেখান থেকে তিনি সড়কপথে উধারবন্দ হয়ে শিলচর চলে আসেন। আসার পথে তিনি উধারবন্দের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
শিলচর পৌছে কাছাড়ের অভিভাবক মন্ত্রী শহর ও শহরতলির বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শন করেছেন। ইটখলা ও ঘনিয়ালার বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখার পর মন্ত্রী মধুরবন্দ এলাকায়ও গিয়েছেন। এর পাশাপাশি তিনি শহরের সরকারি বালক বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ পর্ব পরিদর্শন করেছেন। এই সফরকালে মন্ত্রী সিংঘল সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি কাছাড় জেলার বন্যাক্রান্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। তিনি বলেন, সরকার সবসময় পাশে আছে। যে কোনও ধরনের সহায়তার জন্য সরকার প্রস্তুত রয়েছে।
Boarded IAF's cargo aircraft with relief materials to be distributed to the flood-affected people of Cachar district today.#AssamFloods pic.twitter.com/6E4RjUM6dS
— Ashok Singhal (@TheAshokSinghal) May 19, 2022
তিনি আরও বলেন, কাছাড়ে খাদ্যদ্রব্য বা অত্যাবশ্যকীয় সামগ্রীর কোনও অভাব নেই। এখানে পর্যাপ্ত সামগ্রী মজুত রয়েছে। তিনি অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পালনেও সচেষ্ট থাকবেন। সঙ্গে এও বলেন, কাছাড়ে কোনও কারণে ত্রাণ সামগ্রীর সংকট দেখা দিলে সরকার বিমান বাহিনীর মাধ্যমে আকাশপথে ত্রাণ সামগ্রী পাঠাতেও ততপর থাকবে।
উল্লেখ্য, মন্ত্রীর নিয়ে আসা সামগ্রীগুলো জেলা প্রশাসনের মাধ্যমে বন্যাপীড়িতদের বিতরণ করা হবে। এ দিন অভিভাবক মন্ত্রীর সফরকালে তাঁর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা ও প্রশাসনের অন্য কর্মকর্তারা।