NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কাগজ কলের সমস্যায় হিমন্তের প্যাকেজ গ্রহণ, অবস্থান ঘোষণা জাকরু’র
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : একদিকে কাগজ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি , অন্যদিকে আবাসস্থল খালি করার আদেশ, তার সঙ্গে শ্রমিকদের অহরহ অকাল মৃত্যু, তারই মধ্যে সরকারের আলোচনার প্রস্তাব, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির আবর্তে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রাণ তহবিলের প্রস্তাব দিলে কাগজ কল দুটির অফিসার-কর্মচারীদের যৌথ মঞ্চ ‘জাকরু’ শর্তসাপেক্ষে সম্মতি প্রদান করে। শর্ত হলো, কাগজ কলের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের হাতেই থাকবে এবং শ্রমিক- কর্মচারীর ন্যায্য অধিকার-পাওনা ও কাগজ কল নিয়ে উচ্চ আদালতে পরিচালিত মামলা কোনও অবস্থায় বিঘ্নিত হবে না। সরকারের প্যাকেজ গ্রহণ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করলেন জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী৷
তাঁর কথায়, আসাম সরকারের প্রস্তাবিত ত্রাণ প্রথম তাৎক্ষণিক সমাধান শুধুমাত্র বিপন্ন শ্রমিকদের জন্য রিলিফ প্যাকেজ, ন্যায্য অধিকার এর সম্পূর্ণ সমাধান নয়।
জাকরু-কর্তা স্বীকার করে নেন, যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শ্রমিক-কর্মচারীর জীবন রক্ষায় ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসে নজির সৃষ্টি করেছেন৷ আইনি জটিলতা রয়ে গেলেও তিনি বিশ্বাস করেন, মুখ্যমন্ত্রী ড. শর্মার কর্মকুশলতা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে অবিলম্বে ত্রাণ তহবিল মিটিয়ে শ্রমিকদের জীবন রক্ষা করতে আসাম সরকার সমর্থ হবে৷
কাগজ কলের সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলনে সহযোগিতা করার জন্য জাকরু জনগণের প্রতি ও সকল ছাত্র-সমাজ, দল সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং বরাক- ব্রহ্মপুত্রের বৃহৎ শিল্প কাগজ কল রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার সংকল্প করে।
সম্পূর্ণ সমাধান না হওয়া পর্য্যন্ত জাকরু’র সংগ্রাম অব্যাহত থাকবে, এটাই জাকরুর স্পষ্ট অবস্থান, জানান মানবেন্দ্র চক্রবর্তী৷