NE UpdatesAnalyticsBreaking News
Govt to give Rs.50,000 each to 1000 players of the stateরাজ্যের ১ হাজার খেলোয়াড়কে ৫০ হাজার করে অর্থসাহায্য করবে সরকার
১ জানুয়ারি : রাজ্যের প্রতিভাবান এক হাজার খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছে সরকার। ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ঘোষণা অনুযায়ী, প্রখ্যাত খেলোয়াড় সহ নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্যই এই আর্থিক সাহায্য প্রদান করা হবে।
বুধবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই আর্থিক সাহায্য লাভ করতে খেলোয়াড়দের আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এতে আরও বলা হয়েছে, বিশেষ করে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক সংস্থার অনুমোদিত খেলার খেলোয়াড়দের এই সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পে ক্রিকেট, দাবা খেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ১২ বছর থেকে ২১ বছর বয়সের খেলোয়ারদের ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রদর্শন করা বিভিন্ন পারদর্শিতার ভিত্তিতে এই সাহায্য দেওয়া হবে।
তবে রাজ্য সরকারের প্রদান করা ক্রীড়া পেনশন ও সমন্বিত ক্রীড়া নীতির অধীনে অর্থ সাহায্য লাভ করা খেলোয়াড়রা এই সাহায্য পাবেন না। আবেদনকারীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এই ওয়েবসাইটটি হল www.dsyw.assam.gov.in