Barak UpdatesBreaking News
সাধারণতন্ত্র দিবসে কর্মস্থল ছাড়তে পারবেন না কর্মচারীরা
Govt officials cannot leave station on Republic Day

২৫ জানুয়ারি : সাধারণতন্ত্র দিবস সরকারি কার্যালয়গুলোতে যথাযথভাবে পালন করতে বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। এক বিবৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে জেলার সব সরকারি বিভাগের প্রধানদের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়া যেকোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে শুক্র ও শনিবার সব সরকারি কার্যালয়ে একজন চতুর্থ শ্রেণির কর্মচারী উপস্থিত থাকতে হবে।
জেলা প্রশাসন থেকে নির্দেশে আরও বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় সব সরকারি কার্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসন কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, এ দিন কোনও সরকারি কর্মচারী ও আধিকারিক কর্মস্থল ছাড়তে পারবেন না।