NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
২০ এপ্রিল রাজ্যে খুলবে সরকারি কার্যালয়, ইঙ্গিত মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
Govt offices likely to open from 20 April in the state, hints Himanta Biswa Sarma

১৩ এপ্রিল : ২০ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকে রাজ্যের সব সরকারি কার্যালয় খুলবে। এক সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের অর্থ তথা স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তবে এই সরকারি কার্যালয়গুলো সীমিত সংখ্যক কর্মী দিয়ে চলবে। মন্ত্রী এ দিন বলেন, অফিস বন্ধ থাকার কারণে অনেকেই নানাভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অনেকের পেনশন সংক্রান্ত বা অন্য ধরনের কাজ আটকে রয়েছে।
তিনি আরও বলেন, সোমবার রাত অথবা মঙ্গলবার সকালে লকডাউন সংক্রান্ত কেন্দ্র সরকারের সিদ্ধান্ত প্রকাশ পাবে। এরপরই রাজ্য সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হিমন্তবিশ্ব বলেন, রবিবার রাজ্য সরকার কেবিনেট বৈঠকে জানিয়ে দিয়েছে নিজে থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্তের ওপরই লকডাউন বিষয়ে পরবর্তী রূপরেখা তৈরি করবে। এদিকে, লকডাউন শিথিল হলেও মন্ত্রী জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে মাস্ক পরে ও পরিস্কার-পরিচ্ছন্ন থেকে চলতে হবে।