Barak UpdatesHappeningsBreaking News
Govt. Employees & Journalists to offer advice regarding Disaster Managementদুর্যোগ মোকাবিলার পরামর্শ সরকারি কর্মচারী ও সাংবাদিকদের
২৩ জানুয়ারি : দুর্যোগ মোকাবিলায় সাংবাদিক ও সরকারি কর্মচারীদের নিয়ে এ বার কর্মশালার আয়োজন করল জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ। টানা দু-দিন দুটি কর্মশালা হয়েছে শিলচর জেলাশাসকের কার্যালয় চত্বরের পাশে থাকা হিন্দি ভবনে। প্রথমদিন সাংবাদিকদের নিয়ে কর্মশালার বিষয় ছিল, ‘রোল অব মিডিয়া অন ডিজাস্টার ম্যানেজমেন্ট।’ কয়েকটি সংবাদপত্র প্রতিষ্ঠান ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের কর্মীরা এতে অংশ নেন। এ দিন কর্মশালায় বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরূপ বর্মণ, দুর্যোগ মোকাবিলা বিভাগের ডিপিও শামিম আহমেদ লস্কর সহ অন্য ফিল্ড অফিসাররা।
দ্বিতীয় দিন বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা হয়েছে। দুর্যোগের সময় প্রতিটি সরকারি বিভাগের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হয়। কর্মশালায় ‘ইন্সিডেন্ট রেসপন্স সিস্টেম’র সঠিক ধারণা নিয়ে সভায় বক্তব্য রাখেন ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার সুজিত কুমার বৈষ্ণব প্রমুখ। মোট ৫৫ জন সরকারি আধিকারিক এতে অংশ নিয়েছেন।