Barak UpdatesHappeningsCultureFeature Story

বিদায় গদু, রবে নীরবে, স্মৃতির ক্যানভাসে
Goodbye Godu, Silently you will stay in mind’s canvas

//সত্যজিৎ বসু//

আমাদের অতি প্রিয় নৃত্যশিল্পী রবিশংকর পাল (গদু) আর আমাদের মধ্যে নেই। সকাল সাড়ে   ৮টায় সঙ্গীতশিল্পী সঞ্জীব দাস রাজুর ফোনে খবরটা পাই৷ আমার সামনে যেন দিনের আলো মুছে গিয়ে অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকা রাত্রি ফুটে ওঠে। চোখে যেন কিছু দেখতে পাচ্ছিলাম না। চিৎকার করে উঠি ‘না…আ…।’

অন্যদের খবরটা দিতে ভালো লাগছিল না। তবু সে দায়িত্ব পালন করতে হয়৷ কত স্মৃতি ভেসে আসছে মনে। সঙ্গীত বিদ্যালয় থেকে ভারতীয় গণনাট্য সংঘের দীর্ঘ পথ একসঙ্গে কাটানোর মুহূর্তগুলি বার বার কড়া নাড়ছে। দুই বছর আগে শিলঙের নৃত্যাঞ্জলির এক কর্মশালায় আমরা দুইজন এক সঙ্গে কাটাই৷ সেই ১০ দিনের স্মৃতি  আরও তাজা হয়ে উঠছে৷

গদু সবসময় ছিল হাসিখুশি, এক তরতাজা প্রাণের মানুষ। কাছে থেকে দেখেছি, মানুষের বিপদে  কীভাবে ঝাপিয়ে পড়ত সে৷ কারও বাড়ির অনুষ্ঠান সফল করে তোলার জন্যও কী পরিশ্রম করতো!

নাচের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা, দায়বদ্ধতা ও শ্রদ্ধা। একটা ছোট উদাহরণ দিই৷ গণনাট্য সংঘের এক বাৎসরিক উৎসবে অনুষ্ঠান শুরু হয়ে যায়৷ গদু ট্রাফিক জ্যামে কোথায় ফেঁসে গিয়েছিলো৷ সেখান থেকে হেঁটে পৌঁছে যায়৷ তবু ড্রেস চেঞ্জ করে মঞ্চে প্রবেশ করে ঠিক সময়ে। এই ছিল তার কমিটমেন্ট৷

করোনা ভাইরাসের দৌলতে সমস্ত পৃথিবীতে লকডাউন চলছে। গত এক মাস ধরে ভারতেও একই অবস্থা। কিছু মানুষ এই লকডাউনে নিজের জীবন নিয়ে কত সমস্যায়, তা ভাবনা চিন্তার বাইরে৷

এই লকডাউনকে কেন্দ্র করে গদুও ৪/৫ দিন ধরে খুব অসুবিধায় পড়েছিল৷ কিন্তু কাউকে বুঝতে দেয়নি।

লড়াইটা জিততে পারল না। শনিবার রাত ১টা নাগাদ শরীর বেশিই খারাপ করে৷ আশেপাশে কাউকে খবর দিয়ে লকডাউনের মধ্যে বিব্রত করতে চায়নি। সকালে শরীরের অবনতি দেখে ওর বাবা আশেপাশের লোকজনকে ডেকে আনেন। কিন্তু পড়শিরা সবাই গিয়েও তাদের প্রিয় রবিকে বাঁচাতে পারেননি।

খবর পেয়ে লকডাউনকে উপেক্ষা করে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সবাই ছুটে যান তাঁর বাড়িতে। ছাত্রছাত্রীরা ভিড় জমান৷ চোখের জলেই শেষ শ্রদ্ধা জানান সবাই৷

শ্মশানে তার মরদেহকে সামনে রেখে চোখের জল মুছে নেচে ওঠে তাঁরা, ‘তুমি রবে নীরবে।’ বিদায় নৃত্যশিল্পী রবিশংকর পাল, বিদায় গদু, বিদায়। দেখা হবে এবার থেকে স্মৃতির ক্যানভাসে।

Also Read: নৃত্যশিল্পী রবিশঙ্কর পাল প্রয়াত…..Sudden death of dance artist Rabisankar Paul shocks Barak

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker