Barak UpdatesHappeningsBreaking News
বিশাল শোভাযাত্রা, সূচনা হল রাধামাধব কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবেরGolden Jubilee of Radhamadhab College starts with a grand rally
৭ ফেব্রুয়ারি: বিশাল অর্থে যে ব্যাপকতাকে বোঝায়, ঠিক তা-ই হল রাধামাধব কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের শোভাযাত্রায়৷ ৫০ বছরের সব ছাত্র-শিক্ষকই যেন সকালে উপস্থিত হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার মাঠে৷ রাস্তায় রাস্তায় যোগ হয়েছেন আরও কতজন! দুটো সুসজ্জিত ট্যাবলো আকর্ষণের মাত্রা বাড়ায়৷ সামনেই দুই অশ্ব বিশেষ ইঙ্গিতবাহী৷
সুবর্ণজয়ন্তীর সাক্ষী থাকতে শোভাযাত্রায় পা মেলান সাংসদ ডা. রাজদীপ রায়, বিধায়ক দিলীপকুমার পাল, জেলাশাসক কীর্তি জল্লি, আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর ড. জয়ন্ত ভট্টাচার্য, এসিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ ভুইয়া, রাধামাধব কলেজ পরিচালন সমিতির সভাপতি ড. লক্ষ্মীকান্ত ভট্টাচার্য সহ শহরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপকরা৷ ছাত্রছাত্রীদের অনেকে শোভাযাত্রাকে নাচেগানে মাতিয়ে তোলেন৷ কেউ কেউ ‘রাধামাধব কলেজ লং লিভ’ বলে স্লোগান দেন৷
অনেক উপজাতি ছাত্রছাত্রী পরম্পরাগত পোশাক পরে আসায় শোভাযাত্রা বর্ণময় হয়ে উঠেছে৷ কাছাড় কলেজ এনসিসি টিমও নিজেদের জার্সি পরে অংশ নেন৷ ধামাইল শিল্পীরা সারা পথ জুড়ে বেশ পরিশ্রম করেন৷ ছিল ঢাকির দল, তাসা টিম, ড্রাম পার্টি৷
কলেজে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে৷ সেখানে কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, সুবর্ণ জয়ন্তীর পতাকা তোলেন জমিদাতা পরিবারের সদস্য ড. আশিসকুমার রায়৷